জাপানের সঙ্গে যুগের চাহিদা অনুসারে দ্বিপক্ষীয় সম্পর্ক চায় চীন
2022-09-29 18:41:42

সেপ্টেম্বর ২৯: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, আজ চীন ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ৫০তম বার্ষিকীতে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

 

তাঁরা ৫০ বছর আগে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অর্থ এবং গত ৫০ বছরে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের সাফল্যের ইতিবাচক মূল্যায়ন করেছেন এবং পরবর্তীতে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে দিক-নির্দেশনা দিয়েছেন।

মুখপাত্র বলেন, বর্তমানে সারা বিশ্ব পরিবর্তনশীল পরিস্থিতির সম্মুখীন। পরবর্তী ৫০ বছরের যাত্রা শুরু উপলক্ষে চীন ও জাপানের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্যকে দিকনির্দেশনা হিসেবে চীন ও জাপানের চাটি রাজনৈতিক দলিলে নির্ধারিত নানা নীতি মেনে চলা, যুগের প্রবণতা অনুসরণ করে শান্তি ও বন্ধুত্ব স্থাপন করা, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা সম্প্রসারণ করা, মতভেদ নিয়ন্ত্রণ করা এবং যৌথভাবে নতুন যুগের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপন করা উচিত। লিলি/এনাম/রুবি