চীন-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে প্রেসিডেন্ট সি’র শুভেচ্ছা
2022-09-29 17:30:40

সেপ্টেম্বর ২৯: আজ (বৃহস্পতিবার) চীন-জাপান কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ৫০তম বার্ষিকীতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে অভিনন্দন বার্তা বিনিময় করেন।

 

অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট সি বলেন, ৫০ বছর আগে চীন ও জাপানের প্রবীণ নেতৃবৃন্দ পরিস্থিতি পর্যালোচনা করে উচ্চ দৃষ্টিকোণ থেকে চীন ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন, যা দুই দেশের সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচনা করেছে।

 

গত ৫০ বছরে দেশ দুটি’র সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টায় দু’পক্ষ যথাক্রমে চারটি রাজনৈতিক দলিলপত্র ও ধারাবাহিক গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছে, বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতাও ক্রমশ গভীর হয়েছে। এসব দু’দেশ ও দু’দেশের জনগণের জন্য বাস্তব কল্যাণ বয়ে আনার পাশাপাশি এদতঞ্চল তথা বিশ্বের শান্তি ও উন্নয়নকে বেগবান করেছে।

 

সি চিন পিং জোর দিয়ে বলেন, আমি চীন ও জাপান সম্পর্কের উপর উচ্চ পর্যায়ের গুরুত্ব দিই এবং প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ৫০তম বার্ষিকীকে সুযোগ হিসেবে পরিস্থিতির প্রবণতা অনুসরণ করে নতুন যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চীন-জাপান সম্পর্ক গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।

 

একই দিন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ফুমিও কিশিদার সঙ্গে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন।

 

প্রধানমন্ত্রী লি বলেন, ভৌগলিকভাবে চীন ও জাপান কাছাকাছি এবং তাদের সংস্কৃতিতে মিল আছে। তারা এই অঞ্চল ও আন্তর্জাতিক সমাজের গুরুত্বপূর্ণ দেশ। 

 

তিনি বলেন, জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, দু’দেশের সম্পর্কের রাজনৈতিক ভিত্তি রক্ষা, বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা গভীরতর, সঠিকভাবে মতভেদ নিয়ন্ত্রণ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের স্থায়ী, সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালাতে ইচ্ছুক চীন।

লিলি/এনাম/রুবি