‘চীনের বিদেশে অধ্যয়ন উন্নয়নসংক্রান্ত প্রতিবেদন, ২০২২’ প্রকাশিত
2022-09-29 11:37:37

সেপ্টেম্বর ২৯: গতকাল (বুধবার) বিশ্বায়ন থিঙ্কট্যাঙ্ক, ব্যাংক অব চায়না, ও সাউথওয়েস্টার্ন ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স যৌথভাবে ‘চীনের বিদেশে অধ্যয়ন উন্নয়নসংক্রান্ত প্রতিবেদন, ২০২২’ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনা শিক্ষার্থীরা বহুমুখী উন্নয়নের প্রবণতা দেখাচ্ছে এবং ‘চীনে বিদেশি অধ্যয়ন’-এর ব্র্যান্ড মূল্য আরও বেশিসংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থীর স্বীকৃতি পাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে বিদেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মোট ১০৬১৫১১ জন চীনা শিক্ষার্থী অধ্যয়নরত ছিল, যা বিশ্বের সবচেয়ে বেশি। বিশ্বায়ন থিঙ্কট্যাঙ্কের  মহাসচিব ও প্রতিবেদনটির সাধারণ সম্পাদক মিয়াও ল্যু বলেন, সাম্প্রতিক বছরগুলোয় কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়া ও আন্তর্জাতিক অবস্থার পরিবর্তনের প্রেক্ষাপটে বিদেশে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীরা বহুমুখী প্রবণতা প্রদর্শন করেছে। তিনি বলেন,

“সংশ্লিষ্ট পরিসংখ্যান অনুসারে, স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের জন্য আবেদনকারী চীনা শিক্ষার্থীদের মধ্যে স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত) মেজর যেমন জীববিজ্ঞান, প্রকৌশল ও শারীরিক বিজ্ঞান সবচেয়ে জনপ্রিয়। এ ছাড়া, ব্যবসা ও আইনের মতো ব্যবহারিক সামাজিকবিজ্ঞানকে প্রধান বিষয় বেছে নেওয়া চীনা শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে।

প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক বছরগুলোয় চীনে ফেরত আসা চীনা শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে।

প্রতিবেদনে চীনে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের প্রবণতাও বিশ্লেষণ করা হয়। ২০১৮ সালে চীন বিশ্বের তৃতীয় বৃহত্তম ও এশিয়ার বৃহত্তম অধ্যয়ন গন্তব্যদেশ হয়ে ওঠে। ‘চীনে বিদেশি অধ্যয়ন’-এর ব্র্যান্ড মূল্য আরও বেশিসংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থীর স্বীকৃতি পেয়েছে। (ছাই/আলিম)