বরাবরই বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে চীন
2022-09-29 17:27:36

সেপ্টেম্বর ২৯: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ উপমন্ত্রী কুও ইয়ে চৌ এবং চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাও চাও স্যু নতুন যুগে চীনের কূটনীতি ব্যাখ্যা করেছেন।

 

মাও চাও স্যু বলেছেন, প্রেসিডেন্ট সি চিন পিং-এর নেতৃত্বে চীন ও বিশ্বের উন্নয়নের প্রবণতাকে কাজে লাগিয়ে মানব জাতির ভবিষ্যতের কথা মাথায় রেখে চীনা জাতির পুনরুত্থানের জন্য চীনের বৈশিষ্ট্যসম্পন্ন কূটনীতি এগিয়ে চলছে। বিশ্ব শান্তি রক্ষা ও অভিন্ন উন্নয়ন বেগবানের লক্ষ্যে মানব জাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠনে অবিচল রয়েছে এ নীতি।

 

মাও চাও স্যু আরও বলেন, সি চিন পিং’র কূটনৈতিক চিন্তাধারায় চীনা জাতির পুনরুত্থান ও মানব জাতির অগ্রগতিকে কেন্দ্র করে পারস্পরিক শ্রদ্ধা, সমতা-সম্পন্ন ও সহযোগিতামূলক নতুন আন্তর্জাতিক সম্পর্ক গঠনে প্রচেষ্টা চালিয়ে আসছে  বেইজিং।

 

তিনি বলেন, বরাবরই বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতা, বিশ্ব উন্নয়নের অবদানকারী এবং আন্তর্জাতিক শৃঙ্খলার রক্ষাকারী হিসেবে দায়িত্ব পালন করেছে চীন।

(রুবি/এনাম/শিশির)