আদিবাসীদের অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতি চীনের আহ্বান
2022-09-29 15:19:06

সেপ্টেম্বর ২৯: স্থানীয় সময় গতকাল (বুধবার) জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫১তম অধিবেশনে আদিবাসীদের অধিকার সম্পর্কিত বার্ষিক আলোচনা সভায় বক্তব্য রেখেছেন চীনের প্রতিনিধি।

 

চীনা প্রতিনিধি বলেছেন, করোনা মহামারির কারণে দীর্ঘসময়ে আদিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অধিকারের অসম অবস্থা ও  বৈষম্য গুরুতর হয়েছে। তাদের কমিউনিটি স্বাস্থ্য ও চিকিৎসা, খাদ্য নিরাপত্তা নিশ্চয়তার জন্য কঠোর চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে।

 

তিনি বলেন, মহামারির পরে অর্থনীতি ও সমাজ পুনরুদ্ধার প্রকল্প চালু হলেও কোন কোন দেশে আদিবাসীরা পদ্ধতিগত বৈষম্য এবং অসম উন্নতির শিকার। আমেরিকান ইন্ডিয়ান ও আলাস্কার আদিবাসীদের বেকারত্বের হার দীর্ঘসময়ে অন্য জাতির চেয়ে বেশি।

 

চীনা প্রতিনিধি বলেন, জাতিগত বৈষম্য দূরীকরণ কমিটি প্রকাশিত পর্যালোচনা ফলাফল অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ান স্বাস্থ্য ব্যুরোর চিকিৎসা সম্পদের অভাব রয়েছে। তাদের খাদ্য নিরাপত্তা ও নারী অধিকার সুরক্ষা পায়নি। কানাডার আদিবাসী শিশুদের কল্যাণ কার্যকরভাবে নিশ্চিত হয়নি। তাদের নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ দিন দিন বাড়ছে। এসব মহামারি থেকে আদিবাসীদের পুনরুদ্ধারে বাধা হয়ে আছে।

 

চীনা প্রতিনিধি জোর দিয়ে বলেন, সংশ্লিষ্ট দেশের উচিত স্বদেশে শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা ও আইন-বিচার ক্ষেত্রে আদিবাসীদের পদ্ধতিগত বৈষম্য এবং নিপীড়ন থেকে রক্ষায় দ্রুত জাতিসংঘ ঘোষণা বাস্তবায়ন এবং মহামারির পরে অর্থনীতি ও সমাজের পুনরুদ্ধারে তাদের অধিকার নিশ্চিত করা। (শিশির/এনাম/রুবি)