গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে ১১তম স্থানে চীন
2022-09-29 17:32:28

সেপ্টেম্বর ২৯: আজ (বৃহস্পতিবার) সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বিশ্ব মেধাস্বত্ব সংস্থা তার গ্লোবাল ইনোভেশন ইনডেক্সের চলতি বছরের রিপোর্ট প্রকাশ করেছে।

 

তাতে চীনের র‍্যাঙ্কিং ক্রমাগত উন্নতি করে ১১তম স্থান দখল করেছে। সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, সুইডেন, যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডস শীর্ষ পাঁচ স্থানে রয়েছে এবং উদীয়মান অর্থনৈতিক সত্তা শক্তিশালী পারফরমেন্স বজায় রেখেছে।

 

রিপোর্টে বলা হয়, কোভিড-১৯ মহামারীর নেতিবাচক প্রভাব থাকা সত্ত্বেও ২০২১ সালে বিশ্বব্যাপী উদ্ভাবন কার্যক্রমে গবেষণা ও উন্নয়ন এবং বিনিয়োগ প্রাণবন্তভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে বিশ্বের শীর্ষ কোম্পানিগুলোর গবেষণা ও উন্নয়নের ব্যয় প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভেঞ্চার ক্যাপিটাল ডিলগুলো ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিছু উন্নয়নশীল অর্থনৈতিক সত্তার উদ্ভাবনের দক্ষতা প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।

 

সাম্প্রতিক বছরগুলোতে চীন মেধাস্বত্বের শক্তিশালী দেশে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টা বাড়িয়েছে।

বিশ্ব মেধাস্বত্ব সংস্থার মহাপরিচালক ডারেন টাং এক প্রেস ব্রিফিংয়ে চায়না মিডিয়া গ্রুপের এ সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, ১০ বছর আগে চীন ৩৪তম অবস্থানে ছিল এবং বর্তমানে শীর্ষ দশের কাছে রয়েছে। এটিই চীনের নিরলস প্রচেষ্টার ফলাফল।

 

তিনি বলেন, চীনের অর্জিত সাফল্য হল চীনের সৃজনশীলতাকে প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে নির্ধারণ করা এবং ব্যাপক মনোযোগ দেওয়ার বহিঃপ্রকাশ। চীন সরকার মেধাস্বত্বের ওপর যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং ৫ বছরব্যাপী কৌশল পরিকল্পনা প্রণয়ন করেছে। তা ছাড়া চীন সরকার মেধাস্বত্ব-সংক্রান্ত নীতি প্রণয়ন ও উন্নয়নে অন্যান্য উপাদানের সমন্বয়ও করেছে, এটাই চীনের সফলতার গুরুত্বপূর্ণ কারণ।

লিলি/এনাম/রুবি