চীনের মানবাধিকার পরিস্থিতির প্রশংসা করেছে বিশ্ব: বেইজিং
2022-09-28 19:23:55

সেপ্টেম্বর ২৮: আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সাংবাদিক সম্মেলনে মুখপাত্র ওয়াং ওয়েন পিন বলেন, জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৫১তম অধিবেশনের প্রতিপাদ্যকে ধারণ করে ‘জনগণকে প্রাধান্য দেওয়া: বর্তমানে চীনের মানবাধিকারের মূল্যবোধ ও অনুসরণ’ শীর্ষক আলোচনাসভা অনলাইনে ও অফলাইনে অনুষ্ঠিত হয়েছে।

 

সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

 

মুখপাত্র বলেন, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, স্পেন, পাকিস্তান, উজবেকিস্তানসহ নানা দেশের বিশেষজ্ঞরা নিজেদের অভিজ্ঞতা থেকে তাতে মতবিনিময় করেছেন। তারা মনে করেন, চীনাদের মানবাধিকার মূল্যবোধে জনগণকে প্রাধান্য দেওয়া হয়েছে। চীন মানুষের অস্তিত্বের অধিকার, উন্নয়নের অধিকার এবং সামষ্টিক মানবাধিকারসহ নানা বিষয়ে অবিরাম প্রচেষ্টা চালিয়েছে। তাতে সমতা-সম্পন্ন, ন্যায্য এবং সমান মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।

 

তিনি বলেন, ওই সভায় বিশেষ করে চীনের দারিদ্র্যবিমোচনের ব্যাপক অগ্রগতি তুলে ধরা হয়েছে, যা দারিদ্রমুক্ত হওয়ার পথে দেশগুলোকে অভিজ্ঞতা প্রদান করেছে এবং বিশ্বের মানবাধিকার কর্তব্য পালনে ইতিবাচক ভূমিকা রেখেছে।

 

(রুবি/এনাম/শিশির)