‘সারা জীবনের ভালোবাসা’
2022-09-28 15:31:31

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লেই থিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

লেই থিং, ১৯৮৭ সালের ৬ অগাস্ট জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের অনলাইন পপ সঙ্গীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী। এখন ইয়ুন নান প্রদেশের খুনমিং শহরে বাস করেন। তাঁর প্রতিনিধিত্ব গানের মধ্যে রয়েছে ‘তোমার বাছাই’ ইত্যাদি।

 

২০০৮ সালে ‘আমাকে ভালোবাসো না’ গানটি দিয়ে লেই থিং সবার কাছে পরিচিত হয়ে উঠেন। তাঁর সুন্দর কণ্ঠ অনেক দর্শকের মন জয় করেছে। এরপর তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘তোমার প্রেমিকা হই’ রিলিজ হয়। অ্যালবামে রয়েছে ১৩টি গান, সবই তাঁর চমত্কার গানের মধ্য থেকে বাছাই করা হয়েছে।

 

বন্ধুরা, এখন শুনুন লেই থিং-এর গান ‘কাঁদো না, আমার প্রিয়’। গানের কথাগুলো এমন: আজ রাতে আমি ফুলের মত ফুটেছি। সবচেয়ে সুন্দর মুহূর্তে শুকিয়ে যাই। কাঁদো না, আমার প্রিয়, জানো কি? আমি আর জেগে উঠবো না। আমার চোখ আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন লেই থিং-এর কণ্ঠে ‘ছেং তু’ নামের গানটি। গানের কথাগুলো এমন: আমাকে কাঁদিয়ে দিয়েছে, তা শুধু গত রাতের মদ নয়। তোমার স্নেহ ছেড়ে আমি চলে যেতে পারি না। বাকি পথ আর কত দীর্ঘ! আমার হাত তোমার হাতে। সে বৃষ্টির ছোট নগরে, আমি কখনই তোমায় ভুলে যাই নি। আমার সঙ্গে ছেং তু শহরের সড়কে হাঁটবে?

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন লেই থিং-এর কণ্ঠে ‘সারা জীবনের ভালোবাসা’। গানের কথাগুলো এমন: গতকাল, আজ, সময় চলে গেলে আর ফিরে আসে না। অতীতে, বর্তমানে, ভালোবাসা চলে যায় নি। প্রেমিকা চলে গেলে আর ফিরে আসে না। চুপচাপ করে ভালোবাসার বিদায় দেয়। ব্যথা মানুষের মন খারাপ করে। এই বিশ্বের ভাগ্য কীভাবে পরিবর্তন করা যায়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন লেই থিং-এর গান ‘আতশবাজি’। গানের কথাগুলো এমন: বার বার দুঃখের বনে ঢুকেছি। ঘুমিয়ে পড়া প্রেম আবার মধ্যরাতে জেগে উঠে। কেন আবার তোমার কথা মিস করি। আগামীকালের অপেক্ষা করি, নাকি অতীতে ফিরে যাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই লেই থিং-এর কণ্ঠে আরেকটি সুন্দর গান, গানের নাম ‘তুমিই আমার সবচেয়ে কাছের প্রেম’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লেই থিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)