‘নতুন যুগে এগিয়ে চলা’ শীর্ষক প্রদর্শনীতে সি চিন পিং
2022-09-28 19:21:38

সেপ্টেম্বর ২৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (মঙ্গলবার) বেইজিং প্রদর্শনী হলে গিয়ে ‘নতুন যুগে এগিয়ে চলা’ শীর্ষক একটি প্রদর্শনী দেখেছেন।

সে সময় তিনি বলেন, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অষ্টাদশ কংগ্রেসের পর থেকে কমিটি পার্টি, দেশ ও জাতির সকলকে নিয়ে দীর্ঘকালীন সমস্যা সমাধান করে আসছে এবং সুদূরপ্রসারী প্রভাবশালী কাজ সম্পন্ন করেছে।

তিনি বলেছেন, পার্টি ও দেশ ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে এবং ঐতিহাসিক বিপ্লব ঘটিয়েছে, যা চীনা জাতির পুনরুদ্ধারের জন্য আরও সুবিন্যস্ত ব্যবস্থামূলক নিশ্চয়তা, আরও দৃঢ় বৈষয়িক ভিত্তি এবং আরও ইতিবাচক শক্তি প্রদান করেছে।


চীনা প্রেসিডেন্ট বলেন, সবার উচিত গত ১০ বছরের কৌশলগত ব্যবস্থা, বিপ্লবী অনুশীলন, লক্ষণীয় অগ্রগতি এবং প্রতীকী সাফল্য প্রচার করা, যাতে পুরো পার্টি ও দেশের নানা জাতির লোকেরা ঐতিহাসিক আস্থা বাড়িয়ে সংহত হয়ে সার্বিক সমাজতান্ত্রিক আধুনিক দেশের নতুন অধ্যায় সৃষ্টি এবং চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের নতুন বিজয় লাভ করতে পারে।

চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ একই সঙ্গে প্রদর্শনী দেখেছেন।


প্রদর্শনীতে গত ১০ বছরে পার্টি ও দেশের মহান অগ্রগতি ও বিপ্লব-সংশ্লিষ্ট অনেক কিছু তুলে ধরা হয়েছে। তাতে নতুন যুগে চীনা কমিউনিস্ট পার্টির সদস্যদের রাজনৈতিক ও চেতনামূলক পরিচালনার পাশাপাশি তৃণমূল জনগণের সংহত হয়ে দেশ প্রতিষ্ঠার সুষ্ঠু রূপ প্রতিফলিত হয়েছে। মোট ৩০ হাজার বর্গমিটারের প্রদর্শনীতে রয়েছে ৬টি প্যাভিলিয়ন। তাতে ছবি ও মডেল সহ ৬,০০০টিরও বেশি উপাদান রয়েছে। (রুবি/এনাম/শিশির)