চীনের ‘টেকসই উন্নয়নের বৈজ্ঞানিক উপগ্রহ ১’ প্রসঙ্গ
2022-09-28 15:15:10

সেপ্টেম্বর ২৮: সম্প্রতি ‘বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব সংক্রান্ত মৈত্রী গ্রুপ’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের সম্মেলন নিউইয়র্কে অনুষ্ঠিত হয়। সম্মেলনে বৈশ্বিক আবাদযোগ্য ভূমি ও বনাঞ্চলসহ বিভিন্ন ক্ষেত্রের তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। সম্মেলনে চীনা রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীনের উত্ক্ষেপিত ‘টেকসই উন্নয়নের বৈজ্ঞানিক উপগ্রহ ১’-এর ডেটা বিশ্বের সামনে উন্মুক্ত করা হয়েছে। এটি বিভিন্ন দেশের অবিরাম উন্নয়নের গবেষণা ও নীতি নির্ধারণে সহায়ক হবে। ‘টেকসই উন্নয়নের বৈজ্ঞানিক উপগ্রহ ১’ কোন ধরনের উপগ্রহ? এটি কীভাবে বিশ্বব্যাপী টেকসই উন্নয়নে অবদান রাখবে? আজকের সংবাদ পর্যালোচনায় আমি এই বিষয়ে আলোচনা করবো।

‘টেকসই উন্নয়নের বৈজ্ঞানিক উপগ্রহ ১’ হলো বিশ্বের প্রথম বৈজ্ঞানিক উপগ্রহ যা জাতিসংঘের  ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়নের জন্য নিবেদিত। এটি চীনা একাডেমি অফ সায়েন্সেসের ‘বিগ আর্থ ডেটা সায়েন্স প্রজেক্ট’-এর পাইলট প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছে। এটি প্রধানত স্থল ও সমুদ্রসহ মানবজাতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বিষয়ের তথ্য সংগ্রহ করে এবং মানবজাতির তত্পরতা ও প্রাকৃতিক পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক তত্ত্বাবধান করে। এটি টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের জন্য গতিশীল, বহুমাত্রিক এবং পর্যায়ক্রমিক তথ্য সরবরাহ করে এবং বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্যের পর্যবেক্ষণ, মূল্যায়ন ও বৈজ্ঞানিক গবেষণা প্রদান করে। টেকসই উন্নয়ন ডেটা আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের মহাপরিচালক এবং চায়নিজ একাডেমি অফ সায়েন্সেসের শিক্ষাবিদ কুও হুয়া তুং বলেন,

“টেকসই উন্নয়নের উপগ্রহের বিভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন কিছু সেন্সর রয়েছে। এটি বিশেষ নিরীক্ষণ চালানোর জন্য বিভিন্ন প্যারামিটার ব্যবহার করে।”

তিনি আরও বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য বৈজ্ঞানিক উপগ্রহ ১’ সূর্য-সিঙ্ক্রোনাস কক্ষপথের জন্য ডিজাইন করা হয়েছে। এটি তিন ধরণের পেলোড, উচ্চ-রেজোলিউশন ওয়াইড-ব্যান্ড থার্মাল ইনফ্রারেড, কম আলো এবং মাল্টি-স্পেকট্রাল ইমেজার দিয়ে  সজ্জিত। একই সঙ্গে, উপগ্রহটিতে বিশ্বের প্রথম রঙিন লো-লাইট ডিজাইন এবং ১০-মিটার পূর্ণ রঙ এবং ৪০-মিটার রঙের স্থানিক রেজোলিউশনের সনাক্তকরণ ক্ষমতাসহ বেশ কয়েকটি উন্নত প্রযুক্তি আছে, যা উচ্চ-মানের ডেটা সমর্থন সরবরাহ করতে পারে। মানবজাতির অর্থনৈতিক ও সামাজিক সূচকগুলোর সঠিক মূল্যায়নের জন্য উচ্চ গুণগত মানের ডেটা-সমর্থন দিতে পারে এটি। এই সম্পর্কে তিনি বলেন

“রাতে বিশ্বব্যাপী শহুরে পরিবর্তনের ওপর এটি বিশেষ নজর রাখে। সেইসাথে আর্কটিক চাঁদের আলোর প্রতিফলন, জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া দেখতে কিছু তাপীয় ইনফ্রারেড পদ্ধতিও ব্যবহার করে এটি।”

চলতি বছরের জুলাই মাসে ‘টেকসই উন্নয়নের বৈজ্ঞানিক উপগ্রহ ১’ সাফল্যের সঙ্গে কক্ষপথে ৬ মাসের মিশন সম্পন্ন করে। সেপ্টেম্বরে, ‘টেকসই উন্নয়ন বৈজ্ঞানিক উপগ্রহ ১’ সংক্রান্ত উন্মুক্ত বৈজ্ঞানিক প্রকল্প চালু হয়। এর ফলে উপগ্রহের ডেটা বিশ্বের কাছে উন্মুক্ত করা হয়। এই ডেটা বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোকে টেকসই উন্নয়ন প্রক্রিয়ার ওপর বৈজ্ঞানিক গবেষণা চালাতে এবং জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়নর অবদান রাখবে।

জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’ দারিদ্র্যবিমোচন, শূন্য ক্ষুধা, ও জলবায়ু কার্যক্রমসহ ছয়টি টেকসই উন্নয়ন লক্ষ্যের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। উপগ্রহটি বিভিন্ন দেশের খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষাসহ টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো আরও ভালভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ডেটা-সহায়তা প্রদান করছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)