ইয়েমেন সংকট মোকাবিলায় জিসিসি’র প্রস্তাবে চীনের সমর্থন
2022-09-28 11:12:19

সেপ্টেম্বর ২৮: গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ইয়েমেন সংকট মোকাবিলায় জিসিসি’র প্রস্তাবে চীনের সমর্থন আছে। চীন এ ব্যাপারে জিসিসি’র যুক্তিযুক্ত উদ্বেগকে গুরুত্ব দেয়।

চীনা মুখপাত্র ওয়াং আরও বলেন, জাতিসংঘের মধ্যস্থতায় সহায়তা দেবে চীন, যাতে যত দ্রুত সম্ভব ইয়েমেনে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে।

উল্লেখ্য, ইয়েমেন সংঘর্ষের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ ২ অক্টোবর পর্যন্ত। সম্প্রতি জিসিসি’র সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রাজনৈতিক পদ্ধতিতে ইয়েমেন সংকট মোকাবিলায় ঐকমত্য হয়। (সুবর্ণা/আলিম/মুক্তা)