চীনের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ৬১ শতাংশ অগ্রগতি
2022-09-28 16:52:26

সেপ্টেম্বর ২৮: চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন আজ (বুধবার) এক প্রেস ব্রিফিংয়ে ‘২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত গ্রামাঞ্চলের পুনর্জাগরণ কৌশল’ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেছে।

সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিভিন্ন জায়গার সংশ্লিষ্ট বিভাগ এই কৌশল বাস্তবায়নের যথাসাধ্য প্রচেষ্টা চালিয়েছে। ফলে গ্রামাঞ্চলের পুনর্জাগরণে নতুন ধরণ গড়ে ওঠেছে এবং গ্রামীণ শিল্পে নতুন উন্নয়ন বাস্তবায়িত হয়েছে।

বিগত পাঁচ বছরে গ্রামীণ পুনরুজ্জীবন এবং নতুন ধরনের নগরায়ন  সমন্বিত উন্নত হয়েছে এবং গ্রামীণ উৎপাদন ও জীবনযাত্রার পরিবেশগত স্থান বিন্যাস আশানুরূপ বেড়েছে।

কৃষি সরবরাহ ব্যবস্থার কাঠামোগত সংস্কার আরও অগ্রসর হয়েছে। তুলা, তেল, মিছরি, মাংস, ডিম এবং দুধসহ প্রধান কৃষি পণ্যের সরবরাহ বেড়েছে।

আধুনিক কৃষি শিল্প ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা এবং ব্যবস্থাপনা ব্যবস্থা ক্রমশ পূর্ণাঙ্গ হয়েছে। ২০২১ সালে কৃষি বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির হার ৬১ শতাংশে দাঁড়িয়েছে এবং ফসল চাষ এবং ফসল কাটার ব্যাপক যান্ত্রিকী-করণের হার ৭২ শতাংশ ছাড়িয়েছে। তা ২০১৭ সালের তুলনায় যথাক্রমে ৩.৫ এবং ৬ শতাংশ বেশি।

লিলি/এনাম/রুবি