চীনে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে সহায়তায় নতুন দফা ব্যবস্থাগ্রহণ
2022-09-28 11:31:30

সেপ্টেম্বর ২৮: চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয় গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে জানায়, বিদেশি প্রতিষ্ঠানগুলোকে সহায়তায় দেশে নতুন দফায় ছয়টি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ওয়াং শৌ ওয়েন ব্রিফিংয়ে বলেন, বিভিন্ন অনিশ্চয়তার মধ্যেও, চলতি বছরের দ্বিতীয়ার্ধে চীনের বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

ওয়াং শৌ ওয়েন বলেন, চলতি বছরের অগাস্ট পর্যন্ত চীনের আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ছিল ২৭.৩ ট্রিলিয়ন ইউয়ান আরএমবি, যা গত বছরের একই সময়ের চেয়ে ১০.১ শতাংশ বেশি। সম্প্রতি রাষ্ট্রীয় পরিষদে বৈদেশিক বাণিজ্যের স্থিতিশীল উন্নয়ন সমর্থনে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন।

ওয়াং শৌ ওয়েন আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয় অব্যাহতভাবে বিভিন্ন পর্যায়ের সরকার ও বিভাগের সঙ্গে যৌথভাবে বৈদেশিক ব্যবস্থাপনার অবস্থা পর্যবেক্ষণ করবে এবং গবেষণা ও বিশ্লেষণ জোরদার করবে। (ছাই/আলিম)