সিনচিয়াংয়ে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন নিয়ে অধিবেশন অনুষ্ঠিত
2022-09-28 17:00:18

সেপ্টেম্বর ২৮: জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫১তম অধিবেশনে ‘উচ্চ মানের উন্নয়ন এবং সিনচিয়াংয়ের মানবাধিকারের অর্জন’ শিরোনামে চীনের একটি পার্শ্ব অধিবেশন গত সোমবার  সিনচিয়াংয়ের বোলে শহরে অনুষ্ঠিত হয়।

 

দশ জনেরও বেশি দেশি-বিদেশি বিশেষজ্ঞ, সিনচিয়াংয়ের তৃণমূলের প্রতিনিধি এবং চীনে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা অনলাইন ও অফলাইনে এতে অংশ নেন।

 

তারা সিনচিয়াংয়ে উচ্চ মানের উন্নয়নের বয়ে আনা পরিবর্তন এবং সিনচিয়াংয়ের মানবাধিকারের অর্জন নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন।

 

বোলে শহরের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির পরিচালক এশানচিয়াং আবুতুখ্যলিমু বলেন, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পার্টি কমিটি ও সরকার সঠিক ও সম্পূর্ণভাবে নতুন যুগে সিপিসি’র সিনচিয়াং পরিচালনার কৌশল বাস্তবায়ন করছে এবং গভীরভাবে উপলব্ধি করেছে যে উন্নয়ন এবং স্থিতিশীল গণজীবিকা জনগণের মন জয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।

 

তিনি বলেন, তারা বিভিন্ন পক্ষের শক্তি একত্রিত করে গণজীবিকায় উন্নয়নের কল্যাণ এগিয়ে নিয়ে যাবেন, মানবাধিকারকে সম্মান ও রক্ষার সংবিধান ও নীতি বাস্তবায়ন করবেন এবং সিনচিয়াংয়ের উচ্চ মানের উন্নয়ন ও মানবাধিকার নিশ্চিত করার খাতকে নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে যাবেন।

 

 

নর্থওয়েস্ট ইউনিভার্সিটি অব পলিটিকাল সায়েন্স অ্যান্ড ল-এর উপ-উপাচার্য ওয়াং চিয়েন বলেন, চীনের বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিক পথের সফল অনুশীলনের সঙ্গে সঙ্গে সিনচিয়াংয়ের মানবাধিকার খাতসহ চীনের মানবাধিকার খাতে আরও উজ্জ্বল সাফল্য অর্জিত হবে।

 

লিলি/এনাম/রুবি