জাং জেন ইউয়ে
2022-09-28 15:07:56

জাং জেন ইউয়ে ১৯৭৪ সালের ২ মে চীনের তাইওয়ান প্রদেশের ইলান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন তাইওয়ানের সংগীত শিল্পী এবং গীতিকার। ১৯৯৩ সালে তিনি তাঁর প্রথম একক অ্যালবাম “ঠিক তোমাকে পছন্দ করি” প্রকাশ করেন। ১৯৯৪ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম “ফুল কি ফুটেছে?” প্রকাশ করেন। ১৯৯৭ সালের অক্টোবরে জাং জেন ইউয়ে “জাং জেন ইউয়ে+ফ্রী নাইট” রূপে “এই বিকেলটা বিরক্তিকর” নামক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবাম দিয়ে তিনি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেন। এতে অন্তর্ভুক্ত “প্রেমের প্রথম অভিজ্ঞতা” গানটি তাঁর প্রতিনিধিত্বমূলক গানে পরিণত হয়।

 

“গোপন ঘাঁটি” হলো জাং জেন ইউয়ে ১৯৯৮ সালের শেষ নাগাদ সৃষ্ট তাঁর চতুর্থ অ্যালবাম। এতে মোট ১৩টি গান অন্তর্ভুক্ত হয়। অ্যালবামটির থিম হলো ২০ বছর বয়সী এক তরুণের মনোভাব। এর মধ্যে “আমাকে ভালবাসলে তুমি যেও না” নামের গানটি তাঁর প্রতিনিধিত্বমূলক শিল্প-কর্মগুলির অন্যতম। 

 

২০০৭ সালে জাং জেন ইউয়ে তাঁর নবম একক স্টুডিও অ্যালবাম “অনুপস্থিতি এক ধরনের রোগ” প্রকাশ করেন। অ্যালবামটি ২০০৭ সালে স্টার-লাইট পুরস্কার হংকং ও তাইওয়ানের সেরা বার্ষিক জনপ্রিয় অ্যালবাম পুরস্কার জিতে। অ্যালবামের শিরোনাম সংগীতটি ১০ম টপ চীনা সঙ্গীত পুরস্কারে দশটি হংকং ও তাইওয়ান গোল্ড সং পুরস্কার জিতে। 

 

২০০৮ সালের জানুয়ারিতে জাং জেন ইউয়ে “ইউয়ে মান ইউয়ে খুয়াই” নামক অ্যালবাম প্রকাশ করেন। এতে মোট ১৬টি গান অন্তর্ভুক্ত হয়। এটা ছিল তাঁর সঙ্গীত যাত্রার রেকর্ড। নতুন ও পুরনো অনুরাগীদের সার্বিক জাং জেন ইউয়ে’কে উপলব্ধি করার জন্য রেকর্ড কোম্পানি তাঁর ১৬টি সর্বোৎকৃষ্ট গান বাছাই করেছে। ফলে পরিচিত গানগুলির মধ্য দিয়ে অনুরাগীরা সিলেক্টেড অ্যালবামের মাধ্যমে প্রথম দিকের জাং জেন ইউয়েকে মনে করতে পারেন এবং অপরিচিত অনুরাগীরা সার্বিকভাবে তাঁকে উপলব্ধি করতে পারেন। 

 

আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষে আমি আপনাদের জাং জেন ইউয়ে’র অন্য একটি গান শোনাব। গানের নাম “বিদায়”। 

 

(প্রেমা/এনাম)