ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের পথ খোলা রাখার আহ্বান চীনের
2022-09-28 10:33:47

সেপ্টেম্বর ২৮: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন, নিরাপত্তা পরিষদে ইউক্রেন বিষয় নিয়ে পর্যালোচনার সময়, ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের পথ খোলা রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সকল দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা, জাতিসংঘ সনদের লক্ষ্য ও মৌলিক নীতি মেনে চলা, বিভিন্ন দেশের যৌক্তিক নিরাপত্তা-উদ্বেগকে আমলে নেওয়া, এবং শান্তিপূর্ণভাবে সকল সংকট সমাধানের চেষ্টাকে সমর্থন করা উচিত।

তিনি আরও বলেন, বর্তমানে সবচেয়ে জরুরি বিষয় হলো, যারা সরাসরি ইউক্রেন সংকটের সঙ্গে জড়িত, তাদেরকে  যথাশীঘ্র সম্ভব রাজনৈতিক সমাধানের দরজা খুলে ও পরস্পরের যৌক্তিক উদ্বেগ আমলে নিয়ে, আলোচনায় বসতে হবে।

তিনি বলেন, নিরাপত্তা পরিষদের উচিত গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করা। চীন সকল শান্তি-অনুরাগী দেশের সঙ্গে যৌথভাবে এ সংকট সমাধানে কাজ করে যেতে ইচ্ছুক। (প্রেমা/আলিম/ছাই)