ভিয়েনায় চীনের পরমাণু শিল্প প্রদর্শনী আয়োজিত
2022-09-28 10:32:33

সেপ্টেম্বর ২৮: ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত “পরমাণু ভবিষ্যত্ সৃষ্টি” শীর্ষক চীনের পরমাণু শিল্প প্রদর্শনী অস্ট্রিয়ায় ভিয়েনা জাতিসংঘ সিটিতে অনুষ্ঠিত হয়। গতকাল (মঙ্গলবার) জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং ছুন এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি এতে অংশ নেন।

প্রদর্শনীতে ওয়াং ছুন বলেন, চীন দূষণমুক্ত নিম্ন-কার্বন, নিরাপদ ও উচ্চ কার্যকর আধুনিক জ্বালানিব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চীন পরমাণু জ্বালানিসম্পদকে সর্বোচ্চ কার্বন-ডাই-অক্সাইড নির্গমন এবং কার্বন-নিরপেক্ষতার লক্ষ্য বাস্তবায়নের গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে দেখে। চীনের পরমাণু জ্বালানিসম্পদ ও পরমাণু প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি অর্জিত হচ্ছে।

এ সময় গ্রসি বলেন, আন্তর্জাতিক পরমাণু ক্ষেত্রে চীনের গুরুত্বপূর্ণ প্রভাবশক্তি আছে। আইএইএ চীনের সঙ্গে বিনিময় ও সহযোগিতা গভীরতর করে, পরমাণু জ্বালানিসম্পদ কাজে লাগিয়ে, ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়নে সহায়তা দিতে ইচ্ছুক। (প্রেমা/আলিম/ছাই)