‘সিপিসি ও দেশের ঐক্য’: তাইওয়ান প্রণালীর দু’তীরের সঠিক চিত্রায়ন
2022-09-28 19:10:33

সেপ্টেম্বর ২৮: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির তাইওয়ান কার্যালয়ের লেখা সিপিসি ও দেশের ঐক্যশীর্ষক বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে।

 

এ বই তাইওয়ান প্রণালীর দু'তীরের সম্পর্কোন্নয়নে সম্পর্কে জানতে সহায়ক হবে বলে উল্লেখ করেছেন  চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান কার্যালয়ের মুখপাত্র চু ফেং লিয়ান।

 

আজ(বুধবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে  তিনি একথা বলেছেন।

 

চু ফেং লিয়ান বলেন, এ বই-এ শত বছরে চীনা কমিউনিস্ট পার্টি তাইওয়ান সমস্যা সমাধান এবং দেশের ঐক্য বাস্তবায়নের অবিরাম পরিশ্রমী প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ অগ্রগতি ও বিরল অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।  বিভিন্ন সময়কালে দেশের ঐক্য বেগবানের জন্য সিপিসি নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে।

 

তিনি বলেনএ বই তাইওয়ান প্রণালীর দু'তীরের জনগণ তাইওয়ান সমস্যা এবং দু'তীরের সম্পর্কোন্নয়নে এবং জনসাধারণকে সার্বিকভাবে সিপিসির কেন্দ্রীয় কমিটির তাইওয়ান বিষয়ক নীতি সম্পর্কে জানতে সহায়ক হবে। দুতীরের শান্তিপূর্ণ উন্নয়ন এবং দেশের শান্তিপূর্ণ ঐক্য বেগবানের ভূমিকা জোরদারে অবদান রাখবে এ বই। (রুবি/এনাম/শিশির)