পাকিস্তানকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান
2022-09-27 18:50:14

সেপ্টেম্বর ২৭: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সম্প্রতি পাকিস্তানকে চীনের কাছ থেকে ঋণ মাফের জন্য আবেদন করার আহ্বান জানিয়েছেন।

 

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (মঙ্গলবার) বলেছেন, চীন ও পাকিস্তান  অর্থ ও আর্থিক ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতা করে আসছে, তা পাকিস্তানের জনগণ সবচেয়ে ভাল বুঝে।

 

পাকিস্তানে বন্যা দেখা দেয়ার পর থেকে পাকিস্তানের আসল বন্ধু ও ভাই হিসেবে চীন প্রথমে পাকিস্তানকে সহায়তা দিয়েছে। পাকিস্তানকে ৪০ কোটি ইউয়ান মানবিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং চীনের বেসরকারি সংস্থাও পাকিস্তানকে সহায়তা করছে।

 

চীন-পাকিস্তান সহযোগিতা বিচারের বদলে যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের মানুষদের জন্য কিছু বাস্তব সহায়তা দেয়া ভাল বলে তিনি উল্লেখ করেন। (শিশির/এনাম/রুবি)