‘সারা বিশ্বের কাছে তোমার প্রেমের কথা ঘোষণা করি’
2022-09-27 15:29:51

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুন জি হানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

সুন জি হান, ১৯৯২ সালের ১১ জুন চীনের লিয়াও নিং প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী। ২০১১ সালের ৬ অগাস্ট তাঁর প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘বার্ষিক গ্রীষ্মকাল’ প্রকাশিত হয়। একই বছর তিনি কিউ কিউ মিউজিকের দেওয়া ২০১১ সালের বার্ষিক নতুন কণ্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন।

 

২০১৪ সালে সুন জি হানের অ্যালবাম ‘পুরানো বছরকে বিদায় দেওয়া’ মুক্তি পায়। ২০১৫ সালের ১১ এপ্রিল সুন জি হানের গান ‘মধ্যরাত’ বাজারে আসে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর অ্যালবাম ‘যৌবন’ প্রকাশিত হয়।

 

বন্ধুরা, এখন শুনুন সুন জি হানের গান ‘সারা বিশ্বের কাছে তোমার প্রেমের কথা ঘোষণা করি’। গানের কথাগুলো এমন: বৃষ্টিতে গাছের নিচে তোমার অপেক্ষা করি, সেতুর কর্নারে তোমার সঙ্গে দেখা করি। তোমাকে দেখার প্রতিটি সুযোগ সৃষ্টি করি। তোমার হাত ধরে তোমাকে রক্ষা করতে পারি। যেখানে তুমি থাকো, সেখানটা বেশ সুন্দর হয়ে ওঠে। তোমার কথা মিস করলে হাসি আমার মুখে ওঠে। সারা বিশ্বের কাছে তোমার প্রতি আমার ভালোবাসা ঘোষণা করি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন সুন জি হানের গান ‘শান্তভাবে আমাকে ভুলে যাও’। গানের কথাগুলো এমন: তোমাকে ছেড়ে চলে যাওয়া আমার সিদ্ধান্ত নয়। আমি কীভাবে তোমাকে ছেড়ে চলে যাব। ভালোবাসার কথা আমি বলেছিলাম, তবুও প্রেম এক দিনে ভেঙে যায়। প্রিয় মেয়ে, দুঃখ পেও না। শান্তভাবে আমাকে ভুলে যাও।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন সুন জি হানের কণ্ঠে ‘আমাদের মধ্যে’ গানটি। গানের কথাগুলো এমন: ব্যথার অনুভূতি হয়তো সুখের জন্য প্রস্তুতি। আমার অশ্রু, তুমি কি বুঝতে পারো? বার বার, তুমি আলোয় আমার কাছে আসো। ধাপে ধাপে আমার হৃদয় গলে যায়। সারা জীবন তোমার মিষ্টি হাসি দেখতে পারি।

আচ্ছা, শুনুন এই মিষ্টি গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো আরেকটি সুন্দর গান, গানের নাম ‘আতশবাজি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুন জি হানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)