মানবাধিকারের অজুহাতে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতায় একাট্টা ৭০ দেশ
2022-09-27 15:44:43

সেপ্টেম্বর ২৭: গতকাল (সোমবার) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫১তম অধিবেশনে পাকিস্তান প্রায় ৭০টি দেশের পক্ষে একটি যৌথ বক্তৃতা দিয়েছে।

 

বক্তৃতায় পাকিস্তানের প্রতিনিধি বলেন, সব দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করা এবং সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা হলো আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি। সিনচিয়াং, হংকং ও তিব্বত সমস্যা হলো চীনের অভ্যন্তরীণ ব্যাপার।

 

মানবাধিকার সমস্যার রাজনীতিকরণ ও দ্বৈত মানদণ্ডের বিরোধিতা এবং মানবাধিকারের অজুহাতে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার বিরোধিতা করেন পাক প্রতিনিধি।

 

তিনি বলেন, বিভিন্ন পক্ষের জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতি মেনে চলা, সার্বজনীনতা, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠা এবং অ-নির্বাচনের নীতিগুলো অনুসরণ করা, নিজ নিজ জাতীয় অবস্থা অনুযায়ী সব দেশের মানুষের স্বাধীনভাবে উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারকে সম্মান করা এবং সমানভাবে নানা ধরনের মানবাধিকার, বিশেষ করে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের প্রতি যথেষ্ট মনোযোগ দেওয়া উচিত।

 

তিনি আরও বলেন, মানব সমাজ কোভিড-১৯ মহামারীসহ একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বহুপাক্ষিকতায় অবিচল থেকে সংহতি ও সমন্বয় জোরদার করা, যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, যৌথভাবে বিশ্ব শান্তি ও উন্নয়ন বেগবান করা এবং মানবাধিকারকে সুরক্ষা করা।

 

বিশটিরও বেশি দেশ পৃথক ভাষণ দেওয়াসহ নানা পদ্ধতিতে চীনকে সমর্থন করেছে। প্রায় শতেক দেশ বিভিন্ন উপায়ে চীনের বৈধ অবস্থানের প্রতি তাদের উপলব্ধি ও সমর্থন প্রকাশ করেছে।

লিলি/এনাম/রুবি