বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রধর দেশের উচিত যথাযথ দায়িত্ব পালন করা: চীনা প্রতিনিধি
2022-09-27 11:46:27

সেপ্টেম্বর ২৭: গতকাল (সোমবার) জাতিসংঘের সাধারণ পরিষদে ‘পারমাণবিক অস্ত্র নির্মূল’ বিষয়ে একটি সভার আয়োজন করা হয়। এতে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপপ্রতিনিধি কেং শুয়াং বলেন, বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রধর দেশের উচিত নিজের দায়িত্ব পালন করা এবং বিশ্বে ব্যাপকভাবে পারমাণবিক অস্ত্র কমিয়ে আনা।

তিনি বলেন, সার্বিকভাবে পারমাণবিক অস্ত্র ধ্বংস ও নিষিদ্ধ করা মানবজাতির অভিন্ন স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ; বিশ্ব সেটা চায়ও বটে। তবে কিছু কিছু দেশ সামরিক জোটের সম্প্রসারণ ঘটাচ্ছে এবং পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন খাতেও সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এমন আচরণ আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির পরিপন্থি।

চীনা প্রতিনিধি কেং আরও বলেন, মানবজাতি একটি অভিন্ন স্বার্থের কমিউনিটি। এখানে সকল দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। (সুবর্ণা/আলিম/মুক্তা)