চীন-পাকিস্তান সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য অনভিপ্রেত
2022-09-27 19:00:18

সেপ্টেম্বর ২৭: আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তান বন্যায় শিকার হওয়ার পর থেকে সেদেশের সত্যিকারের বন্ধু এবং সেরা ভাই হিসেবে চীন সর্বপ্রথম পাকিস্তানকে সাহায্য করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিয়েছে। চীন সরকার পাকিস্তানকে ৪০ কোটি ইউয়ানের মানবিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত দুর্যোগ কাটিয়ে উঠতে এবং তাড়াতাড়ি তাদের বাড়িঘর পুনর্নির্মাণ করতে পাকিস্তানি জনগণকে যথাসাধ্য সাহায্য করবে চীন।

 

মুখপাত্র আরও বলেন, চীন ও পাকিস্তান অর্থনৈতিক ও আর্থিক ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতা করেছে, এতে পাকিস্তানি জনগণের কথা বলার সবচেয়ে বেশি অধিকার আছে। চীন-পাকিস্তান সহযোগিতার বিষয়ে মন্তব্য না করে আমেরিকার উচিত পাকিস্তানি জনগণকে সাহায্য করার জন্য বাস্তব কিছু করা।

 

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন পাকিস্তানকে চীনের কাছ থেকে ঋণ মাফের আবেদন করার আহ্বান জানিয়েছেন। তার এই কথার জবাবে চীনা মুখপাত্র উপরোক্ত কথা বলেন।

লিলি/এনাম/রুবি