বিশ্বে বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরতে হবে: পর্যটন প্রতিমন্ত্রী
2022-09-27 18:49:28

ঢাকা, সেপ্টেম্বর ২৭: বিশ্বের অনেক দেশ পর্যটনকে কেন্দ্র করে অনেক দূর এগিয়েছে, বাংলাদেশকেও  নিজেদের ঐতিহ্য তুলে ধরে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিশ্ব পর্যটন দিবস-২০২২ উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন এ সভার আয়োজন করে।

বাংলাদেশ পর্যটন বিষয়ে একটা টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যথাসম্ভব আমাদের টার্গেটে পৌঁছাবো’। এজন্য একটা মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। এটাকে পর্যটন দিবসের প্রতিশ্রুতি বলেও উল্লেখ করেন মাহবুব আলী।

এর আগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগারগাঁওয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে পর্যটন করপোরেশন। সকাল সোয়া ৮টায় আগারগাঁওয়ের পর্যটন ভবনের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। সকাল পৌনে ৯টা পর্যন্ত আগারগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি।

 

শান্তা/রহমান