বিজ্ঞান ও প্রযুক্তিতে চীনা বিনিয়োগ ঐতিহাসিক অগ্রগতি সাধন করেছে
2022-09-27 18:56:42

সেপ্টেম্বর ২৭: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো আজ (মঙ্গলবার) ঘোষণা করেছে যে চীনা কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, উদ্ভাবন ব্যবস্থা ধীরে ধীরে পূর্ণাঙ্গ হয়েছে এবং উদ্ভাবন ক্ষমতা একটি নতুন স্তরে পৌঁছেছে। এসব সার্বিক সচ্ছল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ সমর্থন যুগিয়েছে।

 

২০২১ সালে জাতীয় অর্থ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে চীন ব্যয় করেছে ১.৭৬ ট্রিলিয়ন ইউয়ান, যা ২০১২ সালের তুলনায় ৯২.২ শতাংশ বেশি।

 

২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত, চীনের বৈজ্ঞানিক গবেষণা তহবিলে বিনিয়োগের তীব্রতা ২০১২ সালের ১.৯১ শতাংশ থেকে বেড়ে ২০২১ সালের ২.৪৪ শতাংশে উন্নীত হয়েছে।

 

চীনের মৌলিক গবেষণা তহবিলের গড় বার্ষিক বৃদ্ধি ১৫.৪ শতাংশে দাঁড়িয়েছে। প্রবৃদ্ধির হার একই সময়ের সমগ্র সমাজের বৈজ্ঞানিক গবেষণা তহবিলের তুলনায় ৩.৭ শতাংশেরও বেশি।

লিলি/এনাম/রুবি