চীনে সাইবার হামালায় জড়িত এনএসএ
2022-09-27 16:55:13

সেপ্টেম্বর ২৭: গত ২২ জুন চীনের নর্থওয়েস্টার্ন পলিটেকনিকাল ইউনিভার্সিটি প্রকাশিত এক বিবৃতিতে স্কুলের নেটওয়ার্ক বিদেশি সাইবার আক্রমণের শিকার হয়েছে বলে জানানো হয়।

 

তারপর স্থানীয় পুলিশ এ ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে। চায়না ন্যাশনাল কম্পিউটার ভাইরাস ইমার্জেন্সি রেসপন্স সেন্টার এবং ৩৬০ কোম্পানি নিয়ে গঠিত প্রযুক্তি দলও তদন্ত কাজে অংশগ্রহণ করে।

 

গত ৫ সেপ্টেম্বর প্রকাশিত হয় এর প্রথম তদন্ত প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়, মার্কিন জাতীয় নিরাপত্তা ব্যুরো (এনএসএ)-এর অধীনে টিএও নামের একটি সংস্থা এ আক্রমণ চালিয়েছে।

 

 আজ (মঙ্গলবার) প্রকাশিত হয় তার দ্বিতীয় প্রতিবেদন। তাতে বলা হয়, টিএও যখন নর্থওয়েস্টার্ন পলিটেকনিকাল ইউনিভার্সিটির নেটওয়ার্কে হামলা করে, তখন চীনের অবকাঠামো অপারেটরের কোর ডেটা নেটওয়ার্ক রিমোট অ্যাক্সেসের কথিত চ্যানেল খুলে এবং চীনের অবকাঠামোতে অনুপ্রবেশ ও নিয়ন্ত্রণ করতে চায়।

 

আর ৩৬০ কোম্পানির ইন্টারনেট নিরাপত্তা বিশ্লেষক বিয়ান লিয়াং জানিয়েছেন, টিএও  চীনের নর্থওয়েস্টার্ন পলিটেকনিকাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট স্থাপনা নিয়ন্ত্রণ করার পর তার মাধ্যমে অন্য সংস্থাকে আক্রমণ করতে পারে।

 

প্রতিবেদনে আরও বলা হয়, টিএও চীনা অবকাঠামো অপারেটরদের ফায়ারওয়ালের নিয়ন্ত্রণ করেছে এবং  চীনে একদল স্পর্শকাতর ব্যক্তির তথ্য অনুসন্ধান ও অর্জন করেছে। পরে  তথ্যগুলোকে প্যাকেজ  ও এনক্রিপ্ট করে বহু-স্তরের স্প্রিং-বোর্ডের মাধ্যমে এনএসএ সদর দফতরে পাঠিয়েছে। (শিশির/এনাম/রুবি)