আরও ২টি উপগ্রহের সফল উৎক্ষেপণ করল চীন
2022-09-27 15:46:07

সেপ্টেম্বর ২৭: আজ (মঙ্গলবার) সকাল ৭টা ৫০ মিনিটে চীনের থাই ইউয়েন উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-৬ পরিবাহী রকেটে করে সফলভাবে পরীক্ষামূলক-১৬ এবং পরীক্ষামূলক-১৭ উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে।

 

উপগ্রহগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে এবং উৎক্ষেপণ মিশনটি সম্পূর্ণ সফল হয়েছে।

 

এই গ্রুপ উপগ্রহ প্রধানত ভূমি শুমারি, নগর পরিকল্পনা এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়।

 

এটি হল লং মার্চ সিরিজ পরিবাহক রকেটের ৪৪০তম উড্ডয়ন। লিলি/এনাম/রুবি