১১ ইউরোপীয় নেতা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2022-09-27 19:11:23

সেপ্টেম্বর ২৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন,  সম্প্রতি চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার সময় পৃথকভাবে ফ্রান্স, বৃটেন, পর্তুগালসহ ১০টিরও বেশি ইউরোপীয় দেশের নেতা, রাজনীতিক ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন।

 

বৈঠকে পারস্পরিক সমঝোতা, বাস্তব সহযোগিতা জোরদার এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলাসহ নানা বিষয়ে ব্যাপক, গভীর ও আন্তরিক মতবিনিময় হয়েছে। তাতে চীন-ইউরোপ সম্পর্কের ওপর বেইজিংয়ের গুরুত্বারোপ প্রতিফলিত হয়েছে।

 

ওয়াং ওয়েন পিন বলেন,  ওয়াং ই বলেছেন, চীন-ইউরোপ মাল্টি-পোলার ওয়ার্ল্ডের দুটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দু’পক্ষের উচিত কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়া এবং যোগাযোগের সুষ্ঠু প্রবণতা বজায় রাখা। বৈঠকে চীন-ইউরোপ সম্পর্ক প্রাধান্য পায়।

 

চীনা পররাষ্ট্রমন্ত্রী  বলেন, পারস্পরিক কল্যাণ দু’পক্ষের সহযোগিতার মূল সুর। গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চীন-ইউরোপ বাণিজ্য পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৮.৮ শতাংশ বেশি। চীনে ইইউ’র বিনিয়োগের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১২৩.৭ শতাংশ বেড়েছে।

 

চীন ইউরোপের সঙ্গে বিশ্ব শান্তি রক্ষার দুটি শক্তি হতে, অভিন্ন উন্নয়ন বেগবান করার দুটি বাজার হতে এবং মানব জাতির অগ্রগতি প্রমোট করার দুটি সভ্যতায় পরিণত হতে যৌথ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।

 

দু’পক্ষের উচিত চীন-ইউরোপ সম্পর্কের স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়ন বেগবান, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার এবং বিশ্বের জন্য আরও স্থিতিশীল ও ইতিবাচক শক্তি প্রদান করা। (রুবি/এনাম/শিশির)