কিছু পশ্চিমা দেশ নিজেদের মানবাধিকারের শিক্ষক মনে করে: চীন
2022-09-27 19:07:30

সেপ্টেম্বর ২৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, গতকাল জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫১তম অধিবেশনে পাকিস্তান ৭০টিরও বেশি দেশের পক্ষ থেকে একটি ভাষণ দিয়েছে।

 

ভাষণে সিনচিয়াং, হংকং ও তিব্বত চীনের অভ্যন্তরীণ ব্যাপার বলে আখ্যায়িত করা হয় এবং মানবাধিকার নিয়ে রাজনীতি ও এ বিষয়ে দ্বৈত নীতির বিরোধিতা করা হয়।

 

পাশাপাশি, বিভিন্ন পক্ষের প্রতি জাতিসংঘ সনদ ও নীতি-বিধি মেনে চলা, বিভিন্ন দেশের জনগণকে নিজ দেশের সামাজিক ব্যবস্থা অনুসারে  উন্নয়নের পথ বেছে নেওয়ার আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক সমাজের প্রতি বহুপক্ষবাদে অবিচল থেকে সমন্বয় জোরদার করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা মোকাবিলার কথা বলা হয়। বিশটিরও বেশি দেশ পৃথকভাবে চীনকে সমর্থন করেছে।

 

ওয়াং ওয়েন পিন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে শতেক দেশ মানবাধিকার পরিষদে ন্যায্য কণ্ঠ দিয়েছে। তারা বিভিন্ন পদ্ধতিতে চীনের বৈধ অবস্থানকে সমর্থন করে। কিছু পশ্চিমা দেশ মানবাধিকারের অজুহাতে চীনকে অপমান করার চেষ্টা বারবার খণ্ডিত হয়েছে, তা আন্তর্জাতিক সমাজের চীনের প্রতি স্বীকৃতির প্রতীক।

 

ওয়াং ওয়েন পিন আরও বলেন, কিছু পশ্চিমা দেশ মানবাধিকার বিষয়ে দ্বৈত নীতি পালন করে ও রাজনৈতিক ষড়যন্ত্র করে। মানবাধিকারের অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে। আন্তর্জাতিক সমাজের অধিকাংশ দেশ এ ব্যাপারে সচেতন। যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমা দেশে রয়েছে গুরুতর মানবাধিকার সমস্যা। বন্দুক সহিংসতায় অস্তিত্ব, করোনা প্রতিরোধে ব্যর্থতায় স্বাস্থ্য অধিকার লঙ্ঘন হয়েছে। সে সব দেশকে মানবাধিকারের শিক্ষক হিসেবে নিজেকে গণ্য না করে দ্বৈত নীতি বন্ধ করার তাগিদ দেয় বেইজিং। (রুবি/এনাম/শিশির)