চীনা গায়ক চু হোং ছুয়ান
2022-09-26 14:30:24

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের গায়ক ও প্রযোজক চু হোং ছুয়ানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি গানের কথা ও সুর রচনার দক্ষতার জন্য পরিচিত। তার গান সবসময় লোকদের একটি শান্তি ও আরামদায়ক অনুভূতি দেয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে চু হোং ছুয়ানের কিছু সুন্দর গান শুনবো।

 

চু হোং ছুয়ান ১৯৯৩ সালে চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উরুমুচিতে জন্মগ্রহণ করেন। ছোট থেকে তিনি সংগীত পছন্দ করতেন। তিনি পেশাদার সংগীতের প্রশিক্ষণ নেন। মাধ্যমিক স্কুলে চু হোং ছুয়ান ব্যাল ক্যান্ট শিখতে শুরু করেন, পরবর্তীতে তিনি সংগীত ক্ষেত্রে চীনের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়—চীনের জাতীয় সংগীত অ্যাকাডেমিতে ভর্তি হন।

 

২০১৩ সালে চু হোং ছুয়ান চীনের জনপ্রিয় একটি ট্যালেন্ট শোতে অংশ নেন। অনুষ্ঠানে তিনি বেল ক্যান্ট ও পপ সংগীতের সঙ্গে মিলিয়ে চমত্কার পারফরমেন্স করেন। এই নতুন ধরনের সংগীত শৈলী দর্শকরা পছন্দ করে এবং তিনি সে বছরের চ্যাম্পিয়ন হন।বন্ধুরা, এখন অনুষ্ঠানে চু হোং ছুয়ান গাওয়া একটি সুন্দর গান ‘ছিয়ান মেন ছিয়ান’ শুনবো।গান ১

 

এরপর তিনি পেশাদার গায়কের খাতায় নাম লেখান। পপ সংগীতের চেয়ে তিনি বেশি বেল ক্যান্ট গান গাইতে থাকেন। তিনি মনে করেন, সংগীতের কোনো সীমানা নেই, ক্লাসিক সংগীতের বৈশিষ্ট্য আধুনিক সংগীতে নতুন উপাদান যোগ করবে বলে মনে করেন তিনি। আরও আকর্ষণীয় সংগীত সৃষ্টি করার প্রত্যাশা করেন তিনি। এমন লক্ষ্যের জন্য তিনি পপ সংগীত ও বেল ক্যান্টো মিলানোর অনেক চেষ্টা করেছেন। আর ‘পপ-বেল ক্যান্টো’ ক্রমেই তার নিজস্ব বৈশিষ্ট্যে পরিণত হয়।বন্ধুরা, এখন চু হোং ছুয়ানের গাওয়া ইতালির একটি জনপ্রিয় গান ‘Il Libro Dell 'Amore’ শুনবো।গান ২

 

২০১৬ সালে চু হোং ছুয়ান নিজের প্রথম অ্যালবাম ‘ঘরে ফেরার বাতাস’ প্রকাশ করেন। নিজের জীবনযাপনের অভিজ্ঞতা ও অনুভূতি থেকে তিনি এই অ্যালবাম রচনা করেন। বন্ধুরা, এখন শুনুন অ্যালবামের একটি গান ‘ঘরে ফেরার বাতাস’।গান ৩

 

চু হোং ছুয়ানের খুব বেশি হিট সং নেই। তার গানের কথা বা সুর খুব সহজ। তবে, গান শুনলে মন শান্ত হয়। এবারের গানের নাম ‘বড় জাহাজ’। এটি হালকা স্বপ্নের মতো একটি গান। গানের কথায় বলা হয়: আমি একটি বড় জাহাজ চাই, রাতের আকাশে নৌভ্রমণ করতে চাই। আমি সময়ের সমুদ্র পার হই; সব দুঃখ ব্যথা থেকে দূরে থাকি। ভবঘুরে নয়, আমি মন-অনুসন্ধানী যাত্রী।গান ৪

 

গায়কের পাশাপাশি চু হোং ছুয়ান একজন প্রযোজক। নিজে গান রচনা করার চেয়ে তিনি অন্যান্য গায়কের জন্য বেশি গান রচনা করেছেন। বন্ধুরা, এখন শুনুন তার নতুন গান ‘কবুতর’।গান ৫

 

২০১৭ সালে চু হোং ছুয়ান অন্য এক গায়িকাকে নিয়ে একটি সংগীত দল গঠন করেন। তারা চীনের খুব জনপ্রিয় সংগীত  অনুষ্ঠান ‘ভয়েস অফ চায়নাতে’ অংশ নেন। তারা চূড়ান্ত প্রতিযোগিতায় যেতে না পারলেও তিনি অনেক চমত্কার পারফরমেন্স করেন। অনুষ্ঠানের মাধ্যমে তার গান রচনা আরও পরিপক্ব হয়।

বন্ধুরা, এখন অনুষ্ঠানে তার গাওয়া সুন্দর গান ‘আমি তোমাকে চাই’ শুনুন।গান ৬

 

একজন বেল ক্যান্টো গায়ক হিসেবে বেল ক্যান্টো প্রচার করা চু হোং ছুয়ানের প্রত্যাশা। তিনি ক্লাসিক ও আধুনিক সংগীত মিলানোর চেষ্টা করেন, এই নতুন শৈলীর গানের সৌন্দর্য তুলে ধরেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে চু হোং ছুয়ানের সুন্দর গান ‘সুন্দর একটি গোলাপ ফুল’ শুনবো। আশা করি, তার এই নতুন গান আপনাদের ভালো লাগবে।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।

(তুহিনা/তৌহিদ/ওয়াং হাইমান)