বিশেষ ফ্লাইটে বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে ফেরা শুরু হচ্ছে আজ
2022-09-26 17:22:24

ঢাকা, সেপ্টেম্বর ২৬: বিশেষ ফ্লাইটে করে আজ সোমবার থেকে চীনে ফিরতে শুরু করছেন চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নিয়ে আজ সোমবার বিকাল সাড়ে ৫ টায় রাজধানী ঢাকা থেকে চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবে চায়না ইস্টার্ন এয়্যারলাইন্সের বিশেষ এই ফ্লাইট।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। এর ফলে করোনা মহামারির কারণে আড়াই বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে অবস্থানের পর পুনরায় চীনে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের শিক্ষার্থীরা।

বাংলাদেশে অবস্থানরত শিক্ষার্থীদের চীনে ফিরিয়ে নিতে মোট ছয়টি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে গত শনিবার (২৪ সেপ্টেম্বর) চীনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জানান ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত লি জিমিং। এই ছয়টি চার্টার্ড ফ্লাইটে প্রায় দেড় হাজার শিক্ষার্থী চীনে ফিরে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনে আরও চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলেও এক বিজ্ঞপ্তিতে জানায় কর্তৃপক্ষ।

ছয়টি চার্টার্ড ফ্লাইটের মধ্যে আজ সোমবারে চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে যাত্রা করা ফ্লাইট ছাড়াও আগামি বুধবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের নিয়ে ঢাকা থেকে চীনের কুয়াংচৌর উদ্দেশ্যে যাত্রা করবে। বাকি ৪টি ফ্লাইটের সবগুলোই চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে আগামি অক্টোবর মাসে। এর মধ্যে ১০ ও ২৪ অক্টোবরের ফ্লাইট ঢাকা থেকে কুনমিং এবং ১২ ও ২৬ অক্টোবরের ফ্লাইট ঢাকা থেকে চীনের কুয়াংচৌ'র উদ্দেশ্যে যাত্রা করবে।

তানজিদ/হাশিম।