তেং চি ছি
2022-09-26 14:23:23


আজকের অনুষ্ঠানে চীনের হংকংয়ের একজন জনপ্রিয় গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম তেং চি ছি। তার শক্তিশালী কণ্ঠ ও আবেগপূর্ণ গান চীনে বেশ জনপ্রিয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠান আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন তেং চি ছির’র গাওয়া গান ‘তোমাকে ভালোবাসি’। গানটি চীনের বিখ্যাত ব্যান্ডদল Beyond-এর শ্রেষ্ঠ একটি গান, অনেক গায়ক গানটি গেয়েছেন। তেং চি ছি’র গাওয়া এই গানে তার নিজের বৈশিষ্ট্য যোগ হয়েছে। এই গানের মাধ্যমে তিনি পরিচিতি পেয়েছেন। বন্ধুরা, এখন গানটি শুনুন।গান ১

 

তেং চি ছি ১৯৯১ সাল চীনের শাংহাইয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা হংকংয়ের মানুষ আর মা শাংহাইয়ের মানুষ। চার বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে হংকংয়ে গিয়ে বাস করতে শুরু করেন। তেং চি ছি বাদ্যযন্ত্রে ভরা এক পরিবারে বড় হয়েছেন। তার নানা বাদকদলের শ্যাস বাজান, নানী গানের শিক্ষিকা। মামা ভায়োলিন বাজান। আর তার মা শাংহাই সংগীত-বিদ্যালয়ের শিক্ষিকা। এমন সংগীতময় পরিবেশে বড় হওয়ার কারণে তেং চি ছি খুব ছোটবেলা থেকেই গান গাইতে পছন্দ করতেন। মাত্র পাঁচ বছর বয়সে তিনি গান লেখা শুরু করেন। প্রাথমিক স্কুল জীবন থেকেই তিনি নানা ধরনের গানের প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। এ সময় বেশ অনেকগুলো পুরস্কারও পান তিনি। ২০০৬ সালে ১৪ বছর বয়সে তেং চি ছি একটি গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। এতে তার সংগীত প্রতিভা আবিষ্কৃত হয়। পরে একটি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন তিনি। এর দু’বছর পর তেং চি ছি পেশাদার গায়িকা হিসেবে সংগীত জীবন শুরু করেন। বন্ধুরা, এখন শুনুন তেং চি ছি’র সুন্দর গান ‘স্মৃতির বালিঘড়ি’গান ২

 

২০০৮ সালের অক্টোবরে তেং চি ছি তার প্রথম অ্যালবাম ‘G.E.M’ প্রকাশ করেন। এই অ্যালবাম প্রকাশের পর কণ্ঠশিল্পী হিসেবে বেশ জনপ্রিয় হন তিনি। ফলে হংকংয়ের ‘Jade Solid Gold Awards Presentation’এর সবচেয়ে জনপ্রিয় গায়িকার পুরস্কার জিতে নেন। এখন আমরা তার প্রথম অ্যালবাম থেকে ‘বুদ্বুদ’  নামের একটি গান শুনবো।গান ৩

 

২০০৯ সালের এপ্রিল মাসে তার দ্বিতীয় অ্যালবাম ‘১৮’ প্রকাশ হয়। এ সময় ব্যাপক জনপ্রিয়তার জন্য তরুণ গায়ক হিসেবে তেং চি ছি নতুন উদ্যোগে নিজের সংগীতানুষ্ঠানের আয়োজন করেন। ২০১১ সালে ১৯ বছর বয়সে হংকংয়ের সবচেয়ে বিখ্যাত স্টেডিয়ামে তার একক কনসার্ট আয়োজন করা হয়। এটি খুবই আশ্চর্যজনক ঘটনা। শুধু হংকংয়ে নয় তিনি কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক শহরে ‘G.E.M. Get Everybody Moving’ নামে সফর করেছেন।২০১২ ও ২০১৩ সালে তেং চি ছিয়ের তৃতীয় ও চতুর্থ অ্যালবাম প্রকাশ হলে হংকংয়ে আরো জনপ্রিয় হন তিনি। ২০১৩ সালে পুরস্কারপ্রাপ্তি  এবং সবচেয়ে জনপ্রিয় গায়কের পুরস্কার তা-ই প্রমাণ করে।গান ৪

 

২০১৪ সালে তেং চি ছি চীনের একটি জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘গায়ক’-এ অংশ নেন। অন্যান্য গায়কদের সঙ্গে প্রতিযোগিতা করে শেষে দ্বিতীয় পুরস্কার পান তিনি। এ অনুষ্ঠানে সবচেয়ে তরুণ গায়ক হিসেবে তেং চি ছি’র পারফরম্যান্স বড়দের চেয়ে কোনো অংশেই কম ছিলো না। খুবই শক্তিশালী কণ্ঠ এবং আকর্ষণীয় লাইভ পারফরমেন্সের কারণে তিনি অনেকের প্রিয় হন। এই অনুষ্ঠান থেকে শুধু হংকং নয় সারা চীনে খুবই জনপ্রিয় তিনি। বন্ধুরা, এখন শুনুন সেই অনুষ্ঠানে তেং চি ছি’র গাওয়া জনপ্রিয় গান ‘ঘূর্ণঝড়’।গান ৫

 

বন্ধুরা, এবার আমরা শুনবো তেং চি ছি’র একটি খুব জনপ্রিয় গান ‘আলোকবর্ষ দূরে’। গানটি হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘Passenger’s চীনা থিম গান। গানটি ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়। গানের সুর ও কথা তেং চি ছি’র নিজের রচনা। গানটিও ইউটিউবে ‘সবচেয়ে বেশি শোনা চীনা গানের’ তালিকার তৃতীয় স্থান অর্জন করে। ২৫০ বিলিয়নেরও বেশি শোনা হয়েছে এটি! বন্ধুরা এখন এই সুন্দর গান ‘আলোকবর্ষ দূরে’ শুনুন।গান ৬

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা তেং চি ছি’র আরেকটি সুন্দর গান ‘নতুন হৃৎস্পন্দন’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।