বাংলাদেশে আজ মহালয়া, দেবীপক্ষের শুরু
2022-09-25 15:40:03

ঢাকা, সেপ্টেম্বর ২৫:  বাংলাদেশে আবার এলো দেবীপক্ষ। দক্ষিণায়নের দিন। কৈলাশ শিখর থেকে তার আগমনী বার্তায় এদেশের সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উৎসবের আমেজ।সনাতন ধর্ম বিশ্বাস অনুযায়ী, আজ দশভূজা শক্তিরূপে মা দুর্গা মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান করবেন।

 

রোববার শেফালীঝরা শারদ প্রভাতে জলদকণ্ঠে চণ্ডিপাঠ আর পিতৃপক্ষের তর্পণের সমাপন ঘটবে।

বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো এই মহালয়া। দুর্গোৎসবের তিন পর্ব যথা: মহালয়া, বোধন আর সন্ধিপূজা।

মহালয়ায় পিতৃপক্ষ সাঙ্গ করে দেবীপক্ষের দিকে যাত্রা হয় শুরু। আগামী ১ অক্টোবর  শুরু হবে দুর্গা পূজার মূল উৎসব। আগামী ৫ অক্টোবর বুধবার বিজয়া দশমী। দেবী দুর্গা তার পুত্র-কন্যাসহ কৈলাশে ফিরবেন নৌকায় চেপে।

বাংলাদেশের ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয় এবং সরকারিভাবে এক দিনের ছুটি ঘোষণা থাকে। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রাজধানীসহ সারা দেশে ইতিমধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে।

মিম/শান্তা