আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন ডাঃ নাজমুস সাকিব। উনি ১২ বছর ধরে চীনে বসবাস করছেন। তিনি একজন বাংলাদেশি শিশুরোগ বিশেষজ্ঞ। তিনি চীনের বেইজিং ইউনিভার্সিটি ফার্স্ট হসপিটালে শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়া, তিনি এশিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি-র বোর্ড মেম্বার ও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই-এর সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি বাংলাদেশে স্বাস্থ্যবিষয়ক একটি প্রকল্পের সঙ্গে সংযুক্ত রয়েছেন। স্বাস্থ্যখাতে অবদানের জন্য তিনি সম্প্রতি নেপালে অনুষ্ঠিত সার্ক ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ড-২০২২-এ ভূষিত হন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।