জেনিভায় সিনচিয়াংয়ের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নবিষয়ক সভা অনুষ্ঠিত
2022-09-23 19:25:29

সেপ্টেম্বর ২৩: জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৫১তম সম্মেলনের অবকাশে, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল ও জাতিসংঘের জেনিভা কার্যালয়ে চীনের স্থায়ী প্রতিনিধিদলের উদ্যোগে, গতকাল (বৃহস্পতিবার) জেনিভায় ‘চীনের সিনচিয়াংয়ে মানবাধিকার রক্ষাকাজে সাফল্য’ শীর্ষক একটি সভার আয়োজন করা হয়। ৫০টি দেশের স্থায়ী প্রতিনিধিবৃন্দ, উচ্চ পর্যায়ের কূটনীতিকগণ, সাংবাদিক ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের গণকংগ্রেসের পরিচালক সিয়াওখাইমিং ইমিং বলেন, সিনচিয়াং বরাবরই বিভিন্ন জাতির নাগরিকদের স্বার্থ রক্ষায় কাজ করে আসছে। সিনচিয়াং সামাজিক সম্প্রীতি ও স্থিতিশীলতা রক্ষা, অর্থনীতির উচ্চ মানের উন্নয়ন, জনগণের জীবিকা সুরক্ষা ও উন্নয়ন, জাতিগত ঐক্য জোরদার, ধর্মবিশ্বাসের স্বাধীনতা নিশ্চিতকরণ, এবং বিভিন্ন জাতির ঐতিহ্যগত সংস্কৃতি রক্ষার কাজে সফল হয়েছে। সিনচিয়াং বৈদেশিক উন্মুক্তকরণকাজেও সাফল্য পেয়েছে। বর্তমান সিনচিয়াং ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর যোগাযোগের গুরুত্বপূর্ণ করিডোরে পরিণত হয়েছে।

জেনিভায় জাতিসংঘের সদর দফতরে চীনের স্থায়ী প্রতিনিধি ছেন স্যু সভায় বলেন, চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সর্বদা জনগণকে অগ্রাধিকার দেয় এবং মানুষের উন্নত জীবন অর্জনকে সংগ্রামের লক্ষ্য হিসেবে নেয়। সিনচিয়াং অর্থনীতি ও সমাজের উন্নয়ন এবং মানবাধিকার উন্নয়নের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। কোনো কোনো পশ্চিমা দেশ নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে সিনচিয়াংসম্পর্কিত মিথ্যা তথ্য প্রচার করছে। তাদের ঘৃণ্য কর্মকাণ্ড আন্তর্জাতিক সমাজের কাছে পাত্তা পাবে না।

সভায় ‘এটি সিনচিয়াং’ নামের তথ্যচিত্র সম্প্রচারিত হয়। অংশগ্রহণকারী উন্নয়নশীল দেশগুলোর রাষ্ট্রদূতবৃন্দ সন্ত্রাস ও চরমপন্থী দমন, উন্নয়ন, দারিদ্র্যবিমোচন, ও মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রের অর্জিত সাফল্যের জন্য সিনচিয়াংয়ের প্রশংসা করেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)