ছেন লি ১৯৯০ সালের ২৬ জুলাই কুইচৌ প্রদেশের কুইইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের গায়ক-গীতিকার সুরকার এবং সঙ্গীত প্রযোজক।
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়ার সময় তিনি সঙ্গীত পছন্দ করা শুরু করেন। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশ করার পর তিনি ক্যাম্পাসে বিভিন্ন ধরনের গান গাওয়া প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে স্নাতক হবার পর তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। তখন তিনি গিটারিস্ট রান, ব্যাস বাদক ছোংছোং এবং ড্রামার শুয়েইজি ইন্টারনেটের মাধ্যমে পরিচিত হয়ে পরে তাঁরা “স্বপ্নদ্রষ্টা সঙ্গীতদল” প্রতিষ্ঠা করেন এবং সঙ্গীতদলের প্রধান গায়িকা হন।
বন্ধুরা, কিছুক্ষণ আগে আপনারা যে গান শুনেছেন, তা ২০১৪ সালে “স্বপ্নদ্রষ্টা সঙ্গীতদল”-এর সঙ্গে মিলে ছেন লি প্রকাশিত প্রথম ইপি “সব-সমেত” থেকে নেয়া। ইপি’তে আসলে মোট ৬টি গান অন্তর্ভুক্ত হয়। একই বছরের অক্টোবর মাসে ছেন লি সঙ্গীতদল থেকে সরে গিয়ে স্বাধীনভাবে সঙ্গীত তৈরি করেন। একই সময় তিনি চীনের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি একক ভ্রাম্যমাণ পরিবেশনা করেন। নভেম্বর মাসে তিনি “আশ্চর্য” গানটি দিয়ে নেট-ইজের মূল তালিকার চ্যাম্পিয়ন হন।
“স্বপ্নের রিমস” হলো ছেন লি’র ২০১৬ সালের জুলাই মাসে প্রকাশিত দ্বিতীয় একক অ্যালবাম। এতে মোট ১০টি গান অন্তর্ভুক্ত হয়। তিনি নিজেই অ্যালবামের প্রযোজক হয়ে অ্যালবামের সকল সঙ্গীত রচনা করেন। ২০১৭ সালের এপ্রিলে অ্যালবামটি ২০১৬ সালের মিউজিক রেডিও চীনের টপ তালিকার বার্ষিক সেরা জনপ্রিয় অ্যালবাম ফাইনালিস্টে প্রবেশ করে। পুরো অ্যালবামটির অধিকাংশ লিরিক্স ছেন লি’র অনুরাগীদের সৃষ্টি। অ্যালবামে “বড় স্বপ্ন” এবং “ছোট অর্ধেক” নামের গান আছে। “ছোট অর্ধেক” একটি জনপ্রিয় গান। “বড় স্বপ্ন” খুব বড় কাঠামোর একটি গান, যার জনপ্রিয়তা ও বাজারের সঙ্গে কোন সম্পর্ক নেই। বড় ও ছোট খুব কিউট দু’টো শব্দ, সুতরাং চারটি অক্ষর দিয়ে অ্যালবামের নাম রাখেন তিনি। এছাড়া, “বড় স্বপ্ন” গানটির শেষে প্রায় এক মিনিটের একক-যন্ত্র আছে, সেটা তবলা বাদক সন্দীপ দাসের বাজানো, যা গানটিতে আরও বেশি বহুমুখী স্টাইল যোগ করেছে। আমি সেটা খুব পছন্দ করি, আমার মনে হয়, আপনাদের একই অনুভূতি হবে।
২০১৫ সালের ১১ নভেম্বরে ছেন লি নেট-ইজ মিউজিকের মাধ্যমে একক ডিজিটাল গান “ভালোবাসা যদি” প্রকাশ করেন। গান প্রকাশিত হবার এক মাসে তার বিক্রির পরিমাণ ১ লাখ অতিক্রম করেছে। বোঝা যায়, গানের জনপ্রিয়তা কেমন ছিল।
“পৃষ্ঠ স্কিম করা” ছেন লি’র প্রথম অ্যালবামের একটি গান। গানটিতে বলা হয়, নিজের পছন্দ মানুষকে অন্বেষণ করে, কিন্তু তার কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। পার্থক্য এবং বিশ্লেষণ করার পর চূড়ান্তে ত্যাগ করার পথ নিতে হয়। একটু অসহায় লাগছে, তাইনা? যাই হোক, আশা করি, এমন অনুভূতি আপনাদের জীবনে আসবে না।
(প্রেমা/এনাম)