বাংলাদেশে ১১৯টি গুমের অভিযোগের নিষ্পত্তি হয়েছে ৬১টি
2022-09-23 19:10:35

ঢাকা, সেপ্টেম্বর ২৩: বাংলাদেশে ২০১২ সাল থেকে এ পর্যন্ত ১১৯টি গুমের অভিযোগ জমা পড়ে জাতীয় মানবাধিকার কমিশনে। এর মধ্যে ৬১টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে কমিশন। পঞ্চম মানবাধিকার কমিশনের মেয়াদ পূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময়সভায় চেয়ারম্যান নাছিমা বেগম এ তথ্য জানান।

তিনি জানান, ফিরে আসা ব্যক্তিরা কোথায় ছিলেন বা না ফেরা ব্যক্তিরা কোথায় আছেন, সে বিষয়ে জানতে অনুসন্ধান করছে জাতীয় মানবাধিকার কমিশন।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ২০১২ সাল থেকে এ পর্যন্ত ১১৯টি গুমের অভিযোগ এসেছে। ৬২ জনের পরিবার সরাসরি অভিযোগ দিয়েছে। আইন ও সালিশ কেন্দ্রসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান অভিযোগ করেছে ৪৮টি।

তিনি বলেন, ‘আমরা পত্রিকায় দেখে স্বতঃপ্রণোদিত হয়ে ৯টি অভিযোগ নিয়েছি। এর মধ্যে ফেরত এসেছেন ২৮ জন, ৩৩ জন গ্রেপ্তার হয়েছেন। ’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “আইনে ‘গুম’ শব্দটি নেই, ‘নিখোঁজ’ আছে। আইনে যা-ই থাকুক, আমরা বলব, কোনো ব্যক্তি নিখোঁজ হলে সরকারের দায়িত্ব তাদের খুঁজে বের করা। আমরা জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছি। নিখোঁজের ঘটনার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কেউ জড়িত থাকলে সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ”

সাজিদ/ রহমান