বাংলাদেশ পুলিশের নতুন প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
2022-09-23 19:07:37

ঢাকা, সেপ্টেম্বর ২৩: বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক -আইজি হলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন –র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক করা হয়েছে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এর আগে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদের অবসরের তথ্য জানানো হয়।

সাজিদ/ রহমান