চীন-মার্কিন সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে: নিউইয়র্কে ওয়াং ই
2022-09-23 19:29:23


সেপ্টেম্বর ২৩: গতকাল (বৃহস্পতিবার) নিউইয়র্কে এশিয়া সোসাইটির সদর দফতরে এক সভায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন-মার্কিন সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

সভায় ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র চীন, বিশ্ব ও নিজেকে বুঝতে ভুল করেছে। মার্কিন আচরণ সংঘর্ষের উস্কানি দিচ্ছে। অথচ দু’দেশের সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং জয়-জয় সহযোগিতার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।

ওয়াং ই বলেন, চীন আমেরিকান জনগণের উন্নয়নের পথকে সম্মান করে। এখন যুক্তরাষ্ট্রেরও উচিত চীনা জনগণের উন্নয়ন-পথকে সম্মান করা। চীন যে-পথ বেছে নিয়েছে, সে-পথে চীনা জনগণ অটলভাবে হাঁটবে। চীনের দরজা বিদেশিদের জন্য উন্মুক্তও থাকবে।

ওয়াং ই আরও বলেন, জয়-জয় সহযোগিতা কেবল সম্ভব নয়, বরং অপরিহার্যও বটে। বৃহত্তম উন্নয়নশীল দেশ এবং বৃহত্তম উন্নত দেশ হিসাবে চীন ও যুক্তরাষ্ট্র একে অপরের পরিপূরক। দু’দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা বিপুল। মহামারী মোকাবিলা, অর্থনীতি পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং সন্ত্রাসবাদের বিস্তার রোধে দু’দেশ সহযোগিতা করতে পারে। সহযোগিতা থেকে সব পক্ষই  লাভবান হয়, সংঘর্ষ সব পক্ষের ক্ষতি করে। 

রাষ্ট্রীয় কাউন্সিলার ওয়াং ই জোর দিয়ে বলেন, ‘এক চীননীতি’ হচ্ছে চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তি এবং ‘তিনটি যৌথ ইশতেহার’ হল চীন-মার্কিন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষক। যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ানের সঙ্গে সবধরনের সরকারি যোগাযোগ বন্ধ করা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)