জাতিসংঘে জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে ওয়াং ই’র অংশগ্রহণ
2022-09-22 19:10:18

সেপ্টেম্বর ২২: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্থানীয় সময় গতকাল (বুধবার) নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে জলবায়ু পরিবর্তনবিষয়ক এক উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে ওয়াং ই বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দৃষ্টিতে পৃথিবী হলো মানবজাতির অখণ্ড বাসস্থান, মানবজাতি একটি অভিন্ন সম্প্রদায়। আর জলবায়ুর পরিবর্তন মানবজাতির জন্য অভিন্ন চ্যালেঞ্জ। যৌথভাবে সহযোগিতা চালিয়ে এ সমস্যা সমাধান করতে হবে। চীন মনে করে, চার দিক থেকে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে হবে:

প্রথমত, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনের শার্ম এল শীক সম্মেলন আয়োজন নিশ্চিত করতে হবে। প্রশমন, অভিযোজন, অর্থায়নের ক্ষেত্রে ইতিবাচক ভারসাম্য বজায় রাখতে হবে;

দ্বিতীয়ত: কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে। ‘প্যারিস চুক্তি’ বাস্তবায়ন করতে হবে। উন্নত দেশগুলোর উচিত উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক, প্রযুক্তিগত সমর্থন দেওয়া;

 তৃতীয়ত, সবুজায়ন ত্বরান্বিত করতে হবে। নতুন জ্বালানির প্রসার ঘটাতে হবে এবং প্রচলিত জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে হবে। টেকসই উন্নয়নের কাঠামোয় উচ্চ মানের রূপান্তর ত্বরান্বিত করতে হবে;

চতুর্থত, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে। একতরফাবাদ, ভূ-রাজনৈতিক খেলা ও সবুজ বাধা পরিত্যাগ করতে হবে। উন্নত দেশগুলোর উচিত নির্ধারিত সময়ের আগেই কার্বন নিরপেক্ষতা অর্জন করা।

ওয়াং ই আরো বলেন, চীন অবশ্যই আন্তর্জাতিক দায়িত্ব পালন করবে এবং সবুজায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করবে। চীন জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকাকে সমর্থন করে যাবে এবং পরের প্রজন্মের জন্য আরো সুন্দর বিশ্ব গড়ে তোলার চেষ্টা করবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)