সেপ্টেম্বর ২২: স্থানীয় সময় গতকাল (বুধবার) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণকারী চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে ভুসিচ বলেন, দু’দেশের মধ্যে পারস্পরিক সম্মান ও আস্থার সম্পর্ক রয়েছে। দু’দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতাও দ্রুত উন্নত হচ্ছে।
তিনি সার্বিয়ার অর্থনীতি ও সমাজ উন্নয়নে সহায়তা করায় চীনকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, তাঁর দেশ দৃঢ়ভাবে ‘এক চীননীতি’ মেনে চলবে।
এ সময় ওয়াং ই বলেন, দু’দেশ পরস্পরের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার। দু’দেশের নেতাদের নেতৃত্বে চীন-সার্বিয়া সম্পর্ক উন্নয়নের একটি নতুন যুগে প্রবেশ করেছে। যৌথভাবে মহামারী প্রতিরোধের মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে। চীন অব্যাহতভাবে সার্বিয়াকে সহায়তা করে যাবে।
বৈঠকে দু’নেতা চীন-মধ্য ও পূর্ব ইউরোপ সহযোগিতা নিয়েও মতবিনিময় করেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)