উন্নয়ন ও সহযোগিতার বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এসসিও
2022-09-22 19:45:07


সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: বৈশ্বিক উন্নয়নে বিপুল অবদান রাখার সক্ষমতা আছে সাংহাই সহযোগিতা সংস্থার। বিশেষ করে দীর্ঘমেয়াদী উন্নয়ন ও সহযোগিতা নিশ্চিত করতে সদস্য দেশগুলোর একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এসসিও। উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী এই সম্মেলনে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং। তার এই নির্দেশনা বিশ্ব উন্নয়ন ও নিরাপত্তা উদ্যোগের প্রধান নিয়ামক বলে মনে করেন বিশ্লেষকরা।

চলতি মাসেই শেষ হলো সাংহাই সহযোগিতা সংস্থা –এসসিও’র সম্মেলন। উজবেকিস্তানের সমরখন্দে বসে সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর প্রধানদের নিয়ে ২২তম সম্মেলন।

বর্তমান বিশ্ব ব্যবস্থায় সদস্য দেশগুলোর একযোগে উন্নয়ন তরান্বিত করতে এই সম্মেলন ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। 

এই সম্মেলনে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ ও বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং।

এসসিও’র মাধ্যমে সদস্য দেশগুলো কীভাবে আরো সহযোগিতা ও ঐক্য জোরদার করতে পারে তাই নিয়ে ৫ দফা পরামর্শ দেন চীনা প্রেসিডেন্ট। তার এই বক্তব্য বৈশ্বিক উন্নয়ন কাঠামোয় ব্যাপক ভূমিকা পালন করবে বলে মনে করেন বিশ্লেষকরা।

সান চুয়াংছি, পরিচালক, চাইনিজ অ্যাকাডেমি অব সোশাল সায়েন্স

“চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ এবং বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ এগিয়ে নিতে সাংহাই সহযোগিতা সংস্থার এই সম্মলনে কিছু মূল নীতি সমন্বয় করা হয়েছে। এটাকে আমরা বলছি সাংহাই স্পিরিট। বৈশ্বিক প্রেক্ষাপটে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ধারণাগুলো বেশ মনোযোগ আকর্ষণ করেছে।“

সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করতে এসসিও’র মাধ্যমে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে তাকে অভীহিত করা হয় সাংহাই স্পিরিট নামে। দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করতে সাংহাই সহযোগিতা সংস্থার কার্যক্রম আরো বিস্তৃত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন চীনা প্রেসিডেন্ট।

“তেং হাও, সাধারণ সম্পাদক, সাংহাই একাডেমি অব সোশ্যাল সায়েন্স”

“শীতল যুদ্ধের মানসিকতা থেকে বের হয়ে সাংহাই সহযোগিতা সংস্থা এক ভিন্ন ধারার সহযোগিতার মডেল নিয়ে কাজ করতে চায়। সহযোগিতা, অন্তর্ভুক্তি ও উন্মুক্তকরণের মতো বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই। বিশেষ করে বিপুল সংখ্যক উন্নয়নশীল দেশগুলোকে আমাদের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে চাই। সারা বিশ্ব ও ওই অঞ্চলের ক্রমবর্ধমান অনিশ্চয়তা ও অস্থিতিরতার বিপরীতে  নতুন ধরনের এই সংস্থা নিশ্চয়ই ভালো করবে বলে আশাবাদী করে। এসসিও এমনই একটি সংস্থা যারা এই গুরুদায়িত্বটি পালন করতে পারবে বলে মনে করি।“

দুই দিন ব্যাপী এই সম্মেলনে নতুন করে স্থান পায় ‘সাংহাই সহযোগিতা সংস্থার হেড অব কাউন্সিলের সমরখন্দ ঘোষণা’। এর পাশাপাশি প্রায় ৪০টির মতো সমঝোতা ও ৪টি বড় আকারের বিবৃতও প্রকাশ করা হয়।

২০০১ সালে গঠনের পর এই প্রথম এতো বড় পরিসরে আলোচনায় আসলো সাংহাই সহযোগিতা সংস্থার কার্যক্রম। এই সম্মেলনেই নতুন করে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় ইরান।