‘সুন্দর ফুল’
2022-09-21 08:40:25

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী তুং চেনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

তুং চেন, ১৯৮৬ সালের ২৭ অগাস্ট চীনের ফুচিয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল ভূভাগের একজন বিখ্যাত পপ সংগীত নারী কন্ঠশিল্পী। ২০০৬ সালে তিনি আনুষ্ঠাকনিভাবে সংগীত মহলে পা রাখেন।

 

বন্ধুরা, এখন শুনুন তুং চেনের গান ‘অতীতে’। গানের কথায় বলা হয়, ভারসাম্য মেঘ, শরত্কালের বাতাস, সোনালি রং-এর চাঁদ, আমার জানালায়। পরস্পরের ওপর নির্ভর করে এই জীবন করি। গান দিয়ে এই গভীর পাহাড়ের গল্প বলি, স্বপ্ন শেষে প্রেমের অতীতের কথা। তা হল অতীতের তুমি।

আচ্ছা,শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন তুং চেনের গান ‘হাজার বছরের অশ্রু’। গানের কথাগুলো এমন: মাত্র বিদায় নিয়েছি, দ্রুত শরত্কাল এসেছে, শুধু এক দেখায় ফুল মাটিতে পড়েছে। জানালার পাশে একাই বসে থাকি, গভীর রাতে আরো একাকী। একটি পথ, দুই পাশে থাকি আমরা। ভালোবাসলেও হাত ছেড়ে দিতে হয়। আমি শুনতে পারি না, হাজার বছরের অশ্রু। শুধু স্বপ্নে তোমাকে দেখি।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন তুং চেনের গান ‘সুন্দর ফুল’। গানের কথাগুলো এমন: তোমার চোখ, তোমার ভুরু, যেন ঠান্ডা বাতাস, যেন উজ্জ্বল চাঁদ। এই অপরিচিত দুনিয়াতেও যেন সময় থেমে গেছে। আবার দেখাও যেন প্রথম দেখার মতো, তোমায় মিস করলে উষ্ণতা আমার হাতে ধরে। সময় ভুলে যাই, শুধু ফুল ফোটার মুহূর্তের অপেক্ষা করি। তোমার খুশি, তোমার আনন্দ, তোমার দুঃখ, আমি সব দেখতে পারি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন তুং চেনের গান ‘সাধারণ হৃদয়’। গানের কথায় বলা হয়, লাল ফুলের পাপড়ি পড়ে যাচ্ছে। তোমাকে আমার ভালোবাসা নিজেকে বন্দি করেছে। এই প্রেম যেন হাড়ে ঢুকে যায়। এই প্রেম যেন নিজের পায়ের বাধা। অতীতের কথা এখনো চোখে ভাসে। প্রেম থাকলেও জীবনের সঙ্গী হতে পারে না।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো তুং চেনের আরেকটি গান, গানের নাম ‘দেরি স্বপ্ন’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী তুং চেনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)