সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। কফি হাউসের আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আড্ডায় আমার সঙ্গে যোগ দিচ্ছেন মো. হাসান শাহরিয়ার। তিনি বর্তমানে চীনের চিয়াওথুং বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে মাস্টারস ডিগ্রি অধ্যায়ন করছেন। তাঁর চোখে বেইজিংয়ের স্থাপত্য কেমন? তিনি কেন বেইজিংয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে অধ্যায়ন করছেন? জানার জন্য চলুন, আলাপ করি শাহরিয়ার হাসানের সঙ্গে।