জাতিসংঘ অধিবেশন শুরু, শেখ হাসিনার ভাষণ শুক্রবার
2022-09-21 20:28:17

সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে মঙ্গলবার স্থানীয় সময় সকালে শুরু হয়েছে বিশ্ব সংস্থাটির সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন।

উদ্বোধনী ভাষণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, বিশ্ব বড় ধরনের সমস্যায় পড়েছে এবং আন্তর্জাতিক সহযোগিতার পরিবেশ নষ্ট হয়েছে। ভূ-রাজনৈতিক মতভেদও দিন দিন বাড়ছে, জলবায়ু পরিস্থিতির অবনতি হয়েছে, জীববৈচিত্র্যও ব্যাপক হারে বিলুপ্ত হচ্ছে। সেই সঙ্গে দারিদ্র্যমুক্তি, ক্ষুধা নির্মূল ও গুণগতমান শিক্ষাসহ টেকসই উন্নয়নের সাফল্যও কমেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বিশ্বসংস্থার সকল দেশকে একযোগে কাজ করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী শুক্রবার সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, রোহিঙ্গা ও ফিলিস্তিন ইস্যু তার বক্তব্যে উঠে আসবে বলে ধারনা করা হচ্ছে।

জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি শেখ হাসিনা বিভিন্ন উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন এবং বিভিন্ন দেশের নেতা ও সংস্থার শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।

হাশিম/শান্তা