ধান ক্ষেতে অ্যাকোয়ারিয়াম
2022-09-21 14:03:59

মাছ, কাঁকড়া, ব্যাঙসহ জলে বাস করা নানা প্রাণী এখন চীনের ধান ক্ষেতে দেখা যায়।একটি ক্ষেতে যেমন ধান চাষ করা হয়, তেমনি মৎস্য লালন করা হয়। প্রাণীরা ধান ক্ষেতের কীটপতঙ্গ এবং আগাছা খায় এবং তাদের মলমূত্র ধানের সার হিসেবে কাজ করে। ধান-মৎস্য পদ্ধতি যেমন পরিবেশবান্ধব, তেমনি কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়ক। আজকের অনুষ্ঠানে আমরা চীনের একটি গ্রাম দেখতে যাব। সেখানে দেখব ধান-মৎস্য  পদ্ধতিটি কেমন এবং স্থানীয় কৃষকদের আয় কেমন।