চীনের ফসল কাটার উৎসব
2022-09-21 13:50:29

 

ছিউ ফেন হচ্ছে চীনের ২৪টি সৌর পদের মধ্যে ১৬তম। এটি শরতকালের মধ্যভাগে পড়ে। এ সময় পরিপক্ব ফসল সংগ্রহ  ও  নতুন ফসল চাষে ব্যস্ত থাকেন কৃষকরা। তাই চীন সরকার প্রতিবছরের ছিউ ফেন-কে চীনা কৃষকদের জন্য ফসল উৎসব হিসেবে নির্ধারণ করেছে। চলতি বছর আমরা পঞ্চম বারের মতো এ উৎসব  পালন করছি।

 

এ উৎসব সাংস্কৃতিক উত্তরাধিকারের জন্য তাৎপর্যপূর্ণ। চীন এমন একটি দেশ যার কৃষি হাজার হাজার বছরের প্রাচীন। এ উৎসবের মাধ্যমে মানুষেরা অনুষ্ঠানের অনুভূতি পেতে পারে। এক বছরের পরিশ্রমের পর শরতকালে আমরা ফসলের সময়ে চলে এসেছি। একে আমরা একটি উৎসব হিসেবে পালন করি বলে আধুনিক জীবনযাপনে আবার ঐতিহ্যবাহী সংস্কৃতির  সৌন্দর্য উপভোগ করি।

 

গত বছরের ফসল উৎসবে আমি ও রুবি চীনের হুনান প্রদেশের ছাং শা জেলায় একটি ফসলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, তা এখনও আমার মনে আছে। কৃষক ও শিক্ষার্থীসহ সবাই একসাথে ফসল কাটে তখন। কে সবচেয়ে বেশি ধান কাটে, কে সবচেয়ে দ্রুত করতে পারে—এসবের প্রতিযোগিতা হয় তখন। এর মাধ্যমে কৃষি কাজ করার মজা পায় সবাই। যা এ উৎসবের আসল উদ্দেশ্য।

 

চীন বড় একটি কৃষির দেশ। তাই কৃষি ,গ্রাম, কৃষকের উপর বেশ গুরুত্ব দেয় চীন। উৎসব পালনের মাধ্যমে আধুনিক মানুষেরা আবার কৃষি কাজের গুরুত্ব উপলব্ধি করে, আর গ্রামের পুনরুদ্ধার ও উন্নয়ন এগিয়ে নিতে পারে। কৃষকগণ নিজেদের উৎসব উদযাপন করতে সুখী ও সম্মানের অনুভূতি পেতে পারেন। উৎসবের সময়ে চীনের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় কৃষি সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক অনুষ্ঠান। নগরায়নের সাথে সাথে মানুষেরা কৃষির কথা ধাপে ধাপে ভুলে যাচ্ছে। এ উৎসবের মাধ্যমে সবাইকে চীনের বৈশিষ্ট্যময় কৃষি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। গ্রামের প্রতি ভালবাসা আবারও জাগিয়ে তুলা হয়।

 

এখন যেখানে আমি দাড়িয়ে আছি এটি বেইজিংয়ের পশ্চিম অঞ্চলের একটি ধান ক্ষেতের পার্ক। মানুষেরা আগে এখানে ধান চাষ করত, এখন এটি এমন একটি জায়গায় পরিণত হয়েছে যেখানে মানুষেরা এসে ধান চাষের সংস্কৃতি জানতে পারে এবং শহরেই গ্রামের দৃশ্য ও মজা উপভোগ করতে পারে।

 

এখানে চাষকৃত ধান একসময় রাজপরিবারের জন্য বিশেষভাবে সরবরাহ করা হত। প্রতিবছর রাজা এখানে চাষের কাজ করে বিশেষ অনুষ্ঠান  আয়োজন করতেন। তাঁর কাজ দৃষ্টান্ত হিসেবে কৃষি  উৎপাদনে উৎসাহ দিত। আর এখন তা পর্যটনের একটি অংশ। তাতে স্থানীয় ধান চাষের সংস্কৃতি সংরক্ষণ ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন হয়েছে।

 

ভাল ফসল হল চীনা মানুষের মনে দেশের সমৃদ্ধির একটি প্রতীক। চীন বড় একটি কৃষির দেশ। আর তা কখনও পরিবর্তন হয়নি। আমরা বিশ্বের সকল কৃষকদের জানাই শ্রদ্ধা এবং এ বছর ভাল ফলনের শুভ কামনা করি।