সেপ্টেম্বর ২০: গত শুক্রবার ৪১তম আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে জাতিসংঘ তার বার্ষিক শান্তি ঘণ্টা বাজানো অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৯৮১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতিবছর ২১শে সেপ্টেম্বরকে আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে ঘোষণা করে। এই ২৪ ঘণ্টা সহিংসতা ও যুদ্ধ বন্ধ করতে সবদেশকে আহ্বান জানিয়ে বিশ্ব শান্তির দৃষ্টিভঙ্গি প্রদর্শন করা হয়। বৈশ্বিক বিরোধের মাঝেই চলতি বছর জাতিসংঘ তার নির্ধারিত সময়ের আগে ঘণ্টা বাজানো অনুষ্ঠান করেছে।