দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ, শেখ হাসিনার অভিনন্দন
2022-09-20 19:36:36

ঢাকা, সেপ্টেম্বর ২০: স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করায় বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও ম্যানজারকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার তিনি এই অভিনন্দন জানান।

নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় বিকাল সোয়া পাঁচটায় শুরু হয় ফাইনালের শিরোপা জয়ের লড়াই। বাংলাদেশের কৃষ্ণা রানী সরকারের ২ গোল এবং শামসুন্নাহারের ১ গোলে বাংলাদেশ এই শিরোপা জয় করে। নেপালের পক্ষে একমাত্র গোলটি করেন অনিতা বাসনেত।

বাংলাদেশ একাদশে ছিলেন রূপনা চাকমা, সাবিনা খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার, আঁখি খাতুন, মাসুরা পারভীন, মনিকা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্না।

দুই দলেরই এর আগে ফাইনাল খেলার অভিজ্ঞতা থাকলেও জয়ের মুখ দেখেনি একবারও। এর আগে নেপাল চারবার এবং বাংলাদেশ একবার ফাইনাল খেলেছে। প্রতিবারই তারা হেরেছে শক্তিশালী ভারতের কাছে। তবে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ এবং নেপাল।

পুরো টুর্নামেন্ট দাপটের সঙ্গে খেলেই ফাইনালে পৌঁছায় বাংলাদেশ।

বাংলাদেশ নারী ফুটবল দলের এই ঐতিহাসিক বিজয়ে সোমবার সন্ধ্যা থেকেই আনন্দে ভাসে দেশের সর্বস্তরের মানুষ।

শান্তা/হাশিম