‘গাড়ির চাবি’
2022-09-20 13:21:44

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন বো ইয়ু’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ছেন বো ইয়ু ১৯৮৩ সালের ২০ জুলাই চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের পপ সংগীত মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী। ২০০৭ সালের ৩ মে তাঁর প্রথম অ্যালবাম ‘First Experience’ প্রকাশিত হয়।

 

২০১৭ সালের জানুয়ারি মাসে ছেন বো ইয়ু বিলবোর্ড রেডিও চায়না’র নির্বাচিত শ্রেষ্ঠ ক্যান্টোনিজ ভাষার পুরুষ কণ্ঠশিল্পীর মর্যাদা পান। সেই বছরের ২৪ নভেম্বর তাঁর অ্যালবাম ‘I’ রিলিজ হয়। এরপর ২ ও ৩ ডিসেম্বরে তিনি হংকংয়ে তাঁর প্রথম ব্যক্তিগত কনসার্ট আয়োজন করেছেন।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন বো ইয়ু’র গান ‘গাড়ির চাবি’। গানের কথায় বলা হয়, এই পুরানো গাড়ি ছেড়ে দেই, স্মৃতি সব ভুলে যাই। ভুলে যাই, তুমি এই গাড়িতে বসেছিল। এই পথ অন্ধকার হচ্ছে, বিদায় ঘনিয়ে আসছে। হাতে গাড়ির চাবি ধরলেও অতীতের প্রেম ফিরিয়ে আনা যায় না। গাড়ির চাবি ছেড়ে দিলেই মনের সব চিন্তা চলে যাবে।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ছেন বো ইয়ু’র গান ‘অর্ধেক প্রেম’। গানের কথায় বলা হয়, স্পষ্টভাবে জানি, তুমি শুধু নিজেকে ভালোবাসে। প্রস্তুতি নেই, কীভাবে বুঝতে পারি। স্পষ্টভাবে জানি, তুমি নিজেকেও নিয়ন্ত্রণ করতে পারো না। তোমাকে ভালোবাসা যেন আবহাওয়াকে ভালোবাসার মত। তাহলে অর্ধেক প্রেম পরীক্ষা করি।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ছেন বো ইয়ু’র গান ‘সাহসীদের রোম্যান্স’। গানের কথাগুলো এমন: যে সব দুঃখ, যে সব ক্ষত, আমার সাহসের একটি অংশ হতে পারে। প্রত্যেকবার মনে অস্থিরতা থাকলেও মন খুলে দেই, অন্ধকারকে বিদায় দিলে দুশ্চিন্তা চলে যায়। হাসিখুশি মনে আদর্শের দিকে দৌড়াই।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন ছেন বো ইয়ু’র কণ্ঠে ‘তুমি ভালো আছো?’ গানটি। গানের কথাগুলো এমন: পানি খেয়ে মন ও শরীরের স্থিরতা আসে। পাহাড়ে উঠলে প্রকৃতির সৌন্দর্য চোখে পড়ে। আমি এখন সব বিরক্তিকর জিনিসকে বিদায় দিয়েছি। স্বপ্নের জীবন, ভালো জীবন। তুমি ভালো আছো? আমাদের প্রেমের কথা স্মরণ করি, তুমি আমার কথা কি ভুলে গেছো?

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন বো ইয়ু’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)